ইউনিটি
অফ কুমিল্লা এসএসসি ২০০১ ফাউন্ডেশন কুমিল্লার বুড়িচং এবং বি পাড়া উপজেলায়
বন্যার্তদের জন্য ২৭ আগষ্ট মঙ্গলবার রান্না করা দুপুরের খাবারের পাশাপাশি
প্রয়োজনীয় ওষুধসহ উপহার সামগ্রী নিয়ে সেখানে পৌঁছে।
নিজ দায়িত্বে
পানিবন্দী প্রতিটা পরিবারের হাতে সামগ্রীসমুহ তুলে দেন। সেখানে উপস্থিত
থেকে অক্লান্ত পরিশ্রম করেন কাজী সাইফুল ইসলাম, কৃষ দেবনাথ, আনিসুর রহমান,
কার্তিক চন্দ্র, মামুন, মো: সুমন,অমর কৃষনা,ফারুক, জাকির হোসাইন এবং আরও
কয়েকজন।
বি-পাড়া থানার টাকই, সাহেবাবাদ, নাগাইস, বড়দুশিয়া,বাইন্না
গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ওই এলাকার বন্ধু মামুন, আলমগীর, ডা: সুমনের
সমন্বয়ে নৌকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি পরিবারের মাঝে উপহার সামগ্রী
বিতরণ করা হয়। যথেষ্ট আন্তরিক ও মানবিকতার মাধ্যমে সামগ্রী সমুহ বিতরণ করা
সফলভাবে সম্পন্ন হয়। তার সাথে বি পাড়া উপজেলার পানি বন্দীদের সুবিধার্থে
একটি নৌকা উপহার দেয়া হয়।
ফাউন্ডেশনটির পরবর্তী কার্যক্রম কুমিল্লা
জেলার মনোহরগঞ্জ উপজেলায়। এভাবে নিজ জেলার ৬ টি থানার বন্যার্তদের পাশে
দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই ফাউন্ডেশন। এতো সুন্দর মন মানসিকতা ও
আন্তরিকতার সাথে বন্যার্তদের পাশে এসে দাঁড়ানোর জন্য সমগ্র কুমিল্লা বাসীর
পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানায় স্থানীয়রা। অদূর ভবিষ্যতে ও যেন
টহরঃু ঙভ ঈঁসরষষধ ঝঝঈ ২০০১ ফাউন্ডেশন দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে
দাড়াতে সক্ষম হয় সেই আশাবাদ করেন।