শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
রাষ্ট্রীয়কাঠামো ও সংবিধানসংস্কার
গাজীউলহাসানখান
প্রকাশ: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, ১২:০০ এএম |

  রাষ্ট্রীয়কাঠামো ও সংবিধানসংস্কার
প্রাচীনগ্রিক দার্শনিক প্লেটোখ্রিস্ট জন্মেরওপ্রায় সোয়া ৪০০ বছরআগেজন্মগ্রহণকরেছিলেনবলেধারণাকরা হয়। তিনিছিলেন দর্শনজগতের গুরু সক্রেটিসেরছাত্র। তাঁদেরজীবনকালটাকে দর্শনজগতেরধ্রুপদি সময়বলেআখ্যায়িতকরা হয়। তাঁরাউভয়েইমানুষেরজীবন-জীবিকা, সমাজ-সংস্কৃতি ও রাজনীতিরমতো বেশকিছু মৌলিকবিষয়নিয়েআলোচনাকরেবিখ্যাতহয়েছিলেন।
এ কথা অনস্বীকার্য যে তাদেরচিন্তা-চেতনাআজও অর্থাৎ এই একবিংশশতাব্দীতেওবিশ্বব্যাপীমানবসমাজকেধ্রুবতারারমতোদিকনির্দেশ দিয়ে থাকে। প্লেটোতাঁরবিশিষ্টরচনা, ‘দ্য রিপাবলিক’-এর জন্য স্মরণীয়হয়েরয়েছেন। দ্য রিপাবলিকেরবিভিন্নদিকনিয়েচিন্তাশীলসমাজেরমধ্যে যুগেযুগেবিভিন্নবিতর্ক বাআলোচনা-সমালোচনাহলেওতাঁর (প্লেটো) বেশকিছু মৌলিকবিষয়অত্যন্তচমকপ্রদ। তাঁররচনার কোনো এক জায়গায়তিনিবলেছিলেন, ‘মানুষ যেমনহবে, রাষ্ট্রও তেমনইহবে।
মানুষেরচরিত্রদ্বারাইরাষ্ট্র গড়ে ওঠে।’ এর ব্যাখ্যা-বিশ্লেষণআমরাবিভিন্নভাবেকরতেপারি। কিন্তু এর অন্তর্নিহিতবাণীটি অস্বীকারকরতেপারিনা। এ ক্ষেত্রে আমিআমারজ্ঞানেরসীমাবদ্ধতারকারণেআরসামনেএগোতেচাইনা।
তবে প্লেটোর উপরোক্ত মন্তব্যেরপরিপ্রেক্ষিতে একটিকথাইবলতেচাইআরতাহলো, বাংলাদেশেরমানুষঅত্যন্তরাজনীতিসচেতন। আমাদের স্বাধীনতার পর অর্থাৎবিগত ৫৩ বছরে এ দেশে আমরাঅসংখ্য ছাত্র ও গণ-আন্দোলন দেখেছি। পেশাজীবীকিংবাশ্রমজীবীমানুষেরঅধিকারআদায়কে কেন্দ্র করে দেখেছিছাত্র-জনতার নেতৃত্বে সংগঠিতঅন্ততচার-পাঁচটিগণ-অভ্যুত্থান। কিন্তু দুঃখজনকহলেওসত্যি যে সে সমস্তগণ-অভ্যুত্থানেসরকারবদলহলেওজনগণেরঅধিকারআদায়হয়নি। মানুষেরভাগ্যেরপরিবর্তনঘটেনি।
সরকারপরিবর্তনের মধ্যে গণমানুষেরঅধিকারআদায়ের খুব একটাপ্রতিফলনঘটেনি। সে কারণে আন্দোলনকিংবাঅভ্যুত্থানেরসফলপরিণতিরপরওবারবার দেখা গেছে অতিঅল্পসময়েরমধ্যে সরকার ও বৃহত্তরজনগোষ্ঠীকে দুটিশিবিরে বিভক্ত হয়েপড়তে।
গত ৫ আগস্টেররাজনৈতিকপটপরিবর্তনকিংবাগণ-অভ্যুত্থানের পর সংগতকারণেইছাত্র-জনতারমধ্য থেকে দাবি উঠেছে যে এবারতারাআরআগেরমতোসরকারপরিবর্তননয়, বরংরাষ্ট্রীয়ব্যবস্থার সর্বাত্মক মেরামতএবংবৃহত্তর অর্থে সংবিধানের অর্থবহপরিবর্তনচায়। প্রয়োজনহলেসমাজের সব স্তরেরমানুষের সঙ্গে আলোচনাকরেকিংবাতাদেরপরামর্শ নিয়েআমাদেররাষ্ট্রীয়ব্যবস্থা এবংবিশেষকরেসংবিধানসংস্কারের দুরূহকাজটিসম্পাদনকরতেহবে। এ বিষয়টিএখানেই শেষ নয়, রাষ্ট্রীয়ব্যবস্থার সংস্কার ও সংবিধানেরআবশ্যকীয়পরিবর্তনের পর সেগুলোগণভোটেদিতেহবেসংখ্যাগরিষ্ঠনাগরিকদেররায়েরজন্য। এর আগেএখানে-সেখানেকিছুরদবদলকিংবাসংস্কারেরনামেপরিবর্তনের কাজকরে দেশে নির্বাচন দেওয়াযাবেনা। অর্থাৎ ক্ষমতাহস্তান্তরআগেরমতোনিরর্থক করাযাবেনা। এতে যতটুকুসময়লাগে, যুক্তিগ্রাহ্যভাবেই বর্তমানঅন্তর্র্বতীকালীনসরকারকেতাদিতেহবে। আন্দোলনরতছাত্র-জনতার বক্তব্য হচ্ছে এতে দেশপ্রেমিকরাজনৈতিক দলগুলোঅসহিষ্ণুহয়েউঠবেনা। আন্দোলনরত দেশবাসীরধারণা, রাষ্ট্রীয়কাঠামো মেরামতকিংবাসংবিধানেপ্রয়োজনীয়পরিবর্তনএনেসুপারিশআকারে সেগুলোপরবর্তীনির্বাচিতসরকারেরজন্য রেখেদিলেকাঙ্ক্ষিত ফলপাওয়াযাবেনা। কারণনির্বাচিতসংসদ সদস্য কিংবা দলগুলোতাদের ব্যক্তি, গোষ্ঠী, শ্রেণিকিংবা দলীয় স্বার্থে অনেকপ্রস্তাবকিংবাসুপারিশবাতিলকরেদিতেপারে। দেশেরবিভিন্ন ব্যক্তি, গোষ্ঠীকিংবা দল একই আদর্শেরঅনুসারীহবেনা। তাদের ব্যক্তি, গোষ্ঠীকিংবা শ্রেণি স্বার্থ বিভিন্নপর্যায়েবিভিন্নরকমহতেপারে। সুতরাং এই কাজটি আন্দোলনরতছাত্র-জনতাকিংবাবৃহত্তরজনগোষ্ঠীকে ক্ষমতাহস্তান্তরেরআগেইকরতেহবে। একমাত্রতাহলেই সেটিহবেপ্রকৃত অর্থে রাষ্ট্রীয়কাঠামো মেরামতকিংবাসংবিধানেরকাঙ্ক্ষিত সংস্কার বাপরিবর্তন।
৫ আগস্টেরগণ-অভ্যুত্থানকেঅনেকেবিপ্লববলেআখ্যায়িতকরছে, কিন্তু তাত্ত্বিক অর্থে সেটিবিপ্লবনয়। সমাজতান্ত্রিক দৃষ্টিতেবিপ্লবেরপরিধিকিংবা বৈশিষ্ট্য ব্যাপক। একটিসমাজতান্ত্রিকবিপ্লবসংগঠিতকরতেতিনটিজিনিসেরপ্রয়োজন হয়। এই তিনটিহলো : একটিবিপ্লবীসংগঠন, একটিবিপ্লবীআদর্শ (কর্মসূচিগতদিক থেকে) এবংএকটিবিপ্লবীবাহিনী। রুশ (বলশেভিক) কিংবা চৈনিকবিপ্লবছিল দীর্ঘস্থায়ী। গণচীনেমাও জেদংয়ের নেতৃত্বে বিপ্লবীকর্মকা- স্থায়ীহয়েছিলপ্রায়তিন দশক। রাশিয়ায়মহামতি লেনিন দেশ-বিদেশে তাঁদেরবিপ্লবীকর্মকা-ওচালিয়ে গেছেন দীর্ঘদিনধরে। কোনো দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিকপরিবর্তনের জন্য ছাত্র-জনতার আন্দোলনগণ-অভ্যুত্থানেপরিণতহলেওতাকেতাত্ত্বিক অর্থে বিপ্লববলাচলেনা। সেটিবিপ্লবহলেসংগ্রামীছাত্র-জনতারাষ্ট্রক্ষমতা দখলকরতএবংনিজেরাইএকটিসরকারগঠনকরত। বারোঘাটেরবারোজনকেএনেএকটিঅন্তর্র্বতীকালীনসরকারগঠনকরতনা। ক্ষমতাগ্রহণের সঙ্গে সঙ্গেসংবিধানবাতিলকরেরাষ্ট্রপতিসাহাবুদ্দিনকেবিতাড়িতকরত। ৫ আগস্টেরবিস্ফোরণপ্রকৃত অর্থেই ছিলএকটিগণ-অভ্যুত্থান; যেমন—১৯৫২, ১৯৬২, ১৯৬৯ এবং ১৯৯১-তে সংগঠিতহয়েছিল। ৮ আগস্ট গঠিতঅন্তর্র্বতীকালীনসরকারএকটিবৃহত্তর গণ-আন্দোলনকিংবাগণ-অভ্যুত্থানেরফসল। এ সরকারেরমধ্যে দুজনছাত্রছাড়াবাকিরাপ্রায়সবাইঅরাজনৈতিক ব্যক্তিত্ব। এই গণতন্ত্রমনা ব্যক্তিরা অবশ্যইপ্রচলিতসংবিধান মেনেবর্তমানরাষ্ট্রপতিরকাছে শপথ নিয়েছেন। তাঁরা কোনো অর্থেই বিপ্লবী নন। তাঁরাতাঁদের বৈশিষ্ট্যপূর্ণ সংস্কার কিংবাগণতান্ত্রিক ক্ষেত্রে পরিবর্তনআনয়নেরমাধ্যমে সমাজেকিছুবিপ্লবতুল্য পরিবর্তনসাধনকরতেসক্ষমহতেপারেন। ছাত্র-জনতারএখন নৈতিক দায়িত্ব হবে সেই গুরুত্বপূর্ণ কাজেতাঁদেরসাহায্য করা। দেশবাসীতাঁদেরকাছেসশস্ত্র বিপ্লবআশাকরেনা। দেশবাসীতাঁদেরকাছেচায়গণতন্ত্র, মানবাধিকার ও আইনেরশাসনপ্রতিষ্ঠায়নিরলসপ্রচেষ্টা। দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন, লুণ্ঠন, অনিয়ম ও অনাচার দূরকরেএকটি শোষণ-বঞ্চনামুক্ত সমাজপ্রতিষ্ঠায়সাহায্য করা। তাছাড়াবিগত ৫৩ বছরে দেশে যারাঅবৈধভাবেসম্পদেরপাহাড়গড়েতুলেছে, সিন্ডিকেটগড়েতুলেছেকিংবা বিদেশে অর্থ পাচারকরেছে, তাদেরঅবিলম্বে আইনেরআওতায়এনেজনগণেরআয়বৈষম্য দূরকরার ক্ষেত্রে অবদানরাখাইহবেবর্তমানঅন্তর্র্বতীকালীনসরকারেরমূলকাজ।
এ কথা অনস্বীকার্য যে দেশবাসীবিগত ৫৩ বছরেরাজনীতিকদেরকাছেতাদেরকাঙ্ক্ষিত ভূমিকা খুব কমই দেখতে পেয়েছে। সে ক্ষেত্রে অনেকে দায়ীকরেছে দেশেরবিভিন্নরাজনৈতিক দলের নেতৃস্থানীয়রাজনীতিকদের। কারণ নেতৃস্থানীয়দেরমধ্যে অনেকেইতাঁদের কর্তৃত্ব কিংবা স্বেচ্ছাচারিতারমাধ্যমে দেশে একদলীয়কিংবা ব্যক্তিবিশেষের শাসনপ্রতিষ্ঠাকরতেপ্রয়াস পেয়েছেন, যাসম্পূর্ণ অন্যায়, অন্যায্য এবংরাজনৈতিকনীতি-নৈতিকতাবিগর্হিত। দেশেরআপামরছাত্র-জনতারমতোসাধারণপর্যায়েররাজনৈতিক নেতাকর্মীরাও এ অবস্থারঅবসানচান। সুতরাংসবাইমিলে দেশে সুশাসন, আইন-শৃঙ্খলা ও গণতান্ত্রিকব্যবস্থা প্রতিষ্ঠায়বর্তমানঅন্তর্র্বতীকালীনসরকারকেসাহায্য করাছাড়াবিকল্প কোনো পথ নেই। অনিয়ম, বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচার মুক্ত করতেহবেরাজনৈতিক অঙ্গনকে, যাতেভবিষ্যতে এ দেশেররাজনীতিতেশিক্ষিত ও আদর্শবানতরুণরা স্বচ্ছন্দে অংশগ্রহণকরতেপারেএবং দেশ গঠনেনিজেদেরকাঙ্ক্ষিত অবদানরাখতেপারে। সুতরাং আন্দোলনরতছাত্র-জনতারাজনীতিকেবন্দিদশা থেকে, অচলায়তন থেকে এবংসর্বোপরি দুর্বৃত্তায়নেরহাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতেচায়। সে কারণে ৫ আগস্টেরগণ-অভ্যুত্থানতাদেরসামনেরাষ্ট্রযন্ত্রকে মেরামতকিংবাসংবিধানেরসংস্কার সাধনের যে সুযোগএনে দিয়েছে, তার পূর্ণাঙ্গ সদ্ব্যবহারতারাকরতেচায়।
এখানেউল্লেখ্য, ১৯৯০-এর শেষ প্রান্তেএসেছাত্র-জনতার এক অভ্যুত্থানেসামরিক স্বৈরশাসকএরশাদেরপতন ঘটে। এর ধারাবাহিকতায় দেশে একটিঅবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুনির্বাচনঅনুষ্ঠানেরজন্য গঠনকরাহয়েছিলএকটিঅন্তর্র্বতীকালীননির্দলীয়তত্ত্বাবধায়কসরকার। সেইসরকারেরঅধীনেনির্বাচনটি কারচুপিমুক্ত হয়েছিলবলেমানুষসন্তোষপ্রকাশকরেছিল। এর পরেতত্ত্বাবধায়কসরকারেরঅধীনেঅনুষ্ঠিতকয়েকটিনির্বাচননিয়েআওয়ামীলীগ নেত্রী শেখহাসিনাসমালোচনামুখরহয়েওঠেন। তিনি এ ব্যবস্থার বিলুপ্তি দাবিকরেচলমানসরকারেরঅধীনেইসংসদ নির্বাচন দাবিকরেন। বিষয়টি উচ্চ আদালতপর্যন্তগড়ায়। শেষ পর্যন্ততত্ত্বাবধায়কসরকারপ্রথাআইনিজটিলতায়আটকে গেলেওতৎকালীনসুপ্রিম কোর্টেরপ্রধানবিচারপতিখায়রুলহকবলেছিলেন, সংসদ ইচ্ছাকরলেআগামীআরো দুটিনির্বাচনতত্ত্বাবধায়কসরকারেরঅধীনেকরতেপারে। কিন্তু তৎকালীনসংসদ নেত্রী সে বক্তব্যকে এক ফুৎকারেউড়িয়ে দিয়েছিলেন। সেদিনতিনিবলেছিলেন, এখন থেকে সংসদ নির্বাচনচলমানসরকারেরঅধীনেইঅনুষ্ঠিতহবে। তত্ত্বাবধায়কসরকারবলেআরকিছুই থাকবেনা। কিন্তু দুঃখজনকহলেও দেখা গেছে, শেখহাসিনারপ্রধানমন্ত্রীবাসরকারপ্রধান থাকা অবস্থায়, বিশেষকরে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালেতিনটি ভোটারবিহীননির্বাচনঅনুষ্ঠিতহয়েছেবাংলাদেশে। সেই থেকে এ দেশে শুরুহয়েছিল শেখহাসিনার ভোটারবিহীনপ্রহসনেরনির্বাচনএবং স্বৈরাচারীকায়দায় ক্ষমতাধরেরাখারঅপরাজনীতি। সারাবিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে চর দখলেরমতো ভোটকেন্দ্র দখলেরনির্বাচন, যা শেখহাসিনাকে ক্রমে ক্রমে তৈরিকরেছে এক কর্তৃত্ববাদী স্বৈরশাসকহিসেবে। দেশে এককথায়চালুহয়েছিলঅনেকটাএকদলীয়শাসন, যারচূড়ান্তপরিণতিবিশ্বব্যাপীজনগণ দেখেছে ৫ আগস্ট। সে কারণে দেশেরসাধারণনির্বাচনকেসত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও কারচুপিমুক্ত করতে দেশেরবৃহত্তমবিরোধী দল বিএনপিসহছাত্র-জনতাআবারনির্বাচনকালীনএকটিঅন্তর্র্বতীকালীনসরকারব্যবস্থা প্রবর্তনের দাবিতুলেছে। বর্তমানঅন্তর্র্বতীকালীনসরকারহয়তোবাতারইবাস্তবরূপ। এ অবস্থায় দেশের আন্দোলনরতছাত্র-জনতা এই ব্যবস্থাটিকেসংবিধানে অন্তর্ভুক্ত করেএকটিগণভোটেজনগণেররায়নিতেচায়, যাতেভবিষ্যতে কেউ তাবাতিলকরতেনাপারে। এই ব্যবস্থা বাতিলকরতেহলেআরেকটিগণভোটে যেতেহবে। তাছাড়ারাষ্ট্রীয়কাঠামো মেরামত ও সংবিধানসংস্কার বাসংশোধনীরবিষয়গুলোওগণভোটেদিতেহবে, যেনভবিষ্যতে কোনোসরকারসংসদে তাদেরসংখ্যাগরিষ্ঠতার দোহাইদিয়েতাকেবদলাতেনাপারে।
লেখক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেকপ্রধানসম্পাদক ও ব্যবস্থাপনাপরিচালক













সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২