রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানআছেচাপে। চতুর্থ দিন শেষেবড়ব্যবধানেএগিয়েরয়েছেবাংলাদেশ। পাকিস্তানেরপ্রথমইনিংসে ৪৪৮ রানেরজবাবে ৫৬৫ রানেরপাহাড়গড়েঅলআউটহয়েছেবাংলাদেশ। টাইগাররালিডনিয়েছে ১১৭ রানের।
জবাবেদ্বিতীয়ইনিংসে ১ উইকেটে ২৩ রাননিয়েদিন শেষ করেছেপাকিস্তান। এখনওতারাপিছিয়ে ৯৪ রানে। সাইমআইয়ুবকে ১ রানেআউটকরেছেনশরিফুলইসলাম। আবদুল্লাহশফিক ১২ আরশানমাসুদ ৯ রানেঅপরাজিতআছেন।
রাওয়ালপিন্ডির উইকেট পুরোপুরিব্যাটিংবান্ধব। পাকিস্তানি বোলারদেরপাত্তাই দেননিবাংলাদেশেরব্যাটাররা। সেঞ্চুরিরকাছাকাছিচলেগিয়েছিলেনসাদমানইসলাম। ৭ রানেরজন্য সেঞ্চুরিমিসকরেনতিনি।
তবে, সাদমানেরমতভুলকরেননিমুশফিকুররহিম। ১১৬তম ওভারেরতৃতীয়বলেআগাসালমানকে লেগসাইডে ঠেলে দিয়েই দুইরান নেন তিনি। সে সঙ্গে পূরণকরে ফেলেনক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি। ২০০ বলে পৌঁছানতিনঅংকেরঘরে।
চারহাফসেঞ্চুরিতেবাংলাদেশ দ্বিতীয়দিনই শক্ত জবাব দিয়েছিলোপাকিস্তানি বোলারদের। দ্বিতীয়দিন শেষেবাংলাদেশেররানছিল ৫ উইকেটে ৩১৬। উইকেটে থাকামুশফিকুররহিমএবংলিটন দাস- দু’জনইকরেছিলেনহাফ সেঞ্চুরি।
আজচতুর্থ দিনবাংলাদেশ সময়সকাল ১১টায় শুরু হয় খেলা। ৫৫ রাননিয়েমুশফিকুররহিমএবং ৫২ রাননিয়েব্যাটকরতেনামেনলিটন দাস।
তবেনিজেরইনিংসটাকে খুব বেশিআগাতেপারলেননালিটন। ব্যক্তিগত ৫৬ রানেআউটহয়ে গেলেননাসিমশাহেরবলেউইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানেরহাতেক্যাচদিয়ে। দলীয়রানছিল এ সময় ৩২। ১১৪ রানেরজুটিগড়েনলিটনএবংমুশফিক।
লিটন ফেরার পর মেহেদীহাসানমিরাজকেনিয়ে দলের হালধরেনমুশফিক। তারা দুজনসপ্তম উইকেটে গড়েন ১৯৬ রানেরবড়জুটি।
মুশফিকেরআজইসুযোগছিলসুনিলগাভাস্কার, জহিরআব্বাস, হাশিমআমলা, মোহাম্মদ ইউসুফদেরকাতারেচলেযাওয়ার। কিংবদন্তি এই ব্যাটারদের টেস্টে আছে ৪টি করেডাবল সেঞ্চুরি। মুশফিকুররহিমআজএকদম সেই রেকর্ডের দোরগোড়ায়চলেএসেছিলেন।
হলোনা। মাত্র ৯ রানেরজন্য ক্যারিয়ারেরচতুর্থ ডাবল সেঞ্চুরিটাকরতেপারলেননামুশফিক। ১৯১ রানকরে মোহাম্মদ আলিকে স্কয়ারকাট খেলতেগিয়েউইকেটরক্ষকের ক্যাচহয়েফিরলেনটাইগার এই ব্যাটার। ৩৪১ বলেরম্যারাথনইনিংসে ২২টি চারআরএকটিছক্কাহাঁকানমুশফিক।
শেষদিকে ১৪ বলে দুটিকরেচার-ছক্কায় ২২ রানের ঝোড়োইনিংস খেলেনশরিফুলইসলাম। ১৬৭.৩ ওভারেবাংলাদেশ অলআউট হয় ৫৬৫ রানে।
পাকিস্তানেরনাসিমশাহ ৩টি আরশাহিনশাহআফ্রিদি, খুররম শেহজাদ এবং মোহাম্মদ আলি নেন দুটিকরে উইকেট।
এর আগেবৃহস্পতিবারদ্বিতীয়দিনে ৬ উইকেটে ৪৪৮ রানকরেইনিংস ঘোষণাকরেপাকিস্তান। ১৭১ রানেঅপরাজিতছিলেনরিজওয়ান। তার সঙ্গে ২৪০ রানেরজু্টকিরা সৌদ শাকিলকরেন ১৪১ রান।