শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
৩০ ভাদ্র ১৪৩১
মুশফিকদের কৃতিত্বের চেয়েউইকেটের দায় বেশি দেখছে পাকিস্তান
প্রকাশ: রোববার, ২৫ আগস্ট, ২০২৪, ১:৫০ এএম |


পাকিস্তানতাদেরপ্রথমইনিংসেঅলআউটহয়নি, ৬ উইকেটে ৪৪৮ রানতুলেইনিংস ঘোষণাকরে দিয়েছিলেনশানমাসুদ। বোঝাইযাচ্ছিল, সাড়েচার শ রানকেযথেষ্টমনেহয়েছেপাকিস্তানের। কিন্তু চতুর্থ দিন শেষেপাকিস্তানম্যাচেপিছিয়ে। বাংলাদেশ প্রথমইনিংসে ৫৬৫ রানতুলে ১১৭ রানেরলিডনিয়েছে। রাওয়ালপিন্ডিতে স্বাগতিকদেরইএখনম্যাচবাঁচানোরজন্য লড়তেহচ্ছে।
এমনপরিস্থিতির পেছনেযতটানাবাংলাদেশেরব্যাটসম্যানদের কৃতিত্ব, তার চেয়েউইকেটের দায়ই বেশি দেখছে পাকিস্তান দল। তৃতীয়দিন শেষেসহকারী কোচআজহার মেহমুদ পিচেরআচরণপাল্টেযাওয়ার যে ‘অনুযোগ’করেছিলেন, আজচতুর্থ দিনের খেলা শেষে একই সুরেকথাবলেছেন পেসার নাসিমশাহও। বাংলাদেশেরবিপক্ষে প্রথমইনিংসে ৩ উইকেট নেওয়া এই পেসারেরমতে, পাকিস্তান দল ঘরেরমাঠেরসুবিধানিতেপারেনি। হয় পেসারদেরজন্য ঘাসের উইকেট, নয়তোস্পিন-বান্ধব উইকেট বানানো দরকারছিলবলেমন্তব্য তাঁর।
বাংলাদেশ দল চতুর্থ দিনেব্যাটকরতে নেমেছিল ৫ উইকেটে ৩১৬ রাননিয়ে। মুশফিকুররহিম ৫৫ আরলিটন দাস ৫২ রাননিয়েদিনের খেলাশুরুকরেন। নাসিমদিনেরশুরুতেইলিটনকে (৫৬) তুলেনিলেও মেহেদীহাসানমিরাজএসেমুশফিকের সঙ্গে লম্বা এক জুটিগড়ে তোলেন। দুজনেরজুটিতেবাংলাদেশ পায় ১৯৬ রান, যাপাকিস্তানেরবিপক্ষে সপ্তম উইকেট জুটিতেসর্বোচ্চ। মুশফিক-মিরাজইবাংলাদেশেররানপাঁচশরওপরেনিয়েযান।
নাসিমজানান, উইকেট থেকে পেসাররা কোনোসুবিধাপাননি। উইকেট পেসবান্ধবহবেবলেপাকিস্তান দল একাদশে কোনোস্পিনারইরাখেনি। তারপরও পেসারদের উইকেট নিতেহিমশিমখাওয়ারবিষয়টিম্যানেজমেন্টের ভালোকরেভাবা দরকারবলেমন্তব্য নাসিমের, ‘পিচ তোআমরা তৈরিকরিনা। আমিমনেকরি, আমরাযদি (ঘাসেভরা) সবুজ উইকেট তৈরিকরতেনাপারি, তাহলেস্পিন-বান্ধব উইকেট বানানোইভালো। আমাদেরকে যেকোনো মূল্যেই হোক, ঘরেরমাঠেরসুবিধানিতেহবে। এ বিষয়টাআমাদেরভাবা দরকার।’
নাসিমঅবশ্য ভালো উইকেট নাপাওয়ারজন্য ম্যানেজমেন্টকেও দায়দিতেরাজি নন, ‘আমাদেরম্যানেজমেন্টভালো উইকেট তৈরিতেনিজেদেরসর্বোচ্চ চেষ্টাইকরেছে। এখনআমাদেরভাবা দরকার, কীভাবেঘরেরমাঠেরসুবিধাআদায়করাযায়।’বাংলাদেশেরপ্রথমইনিংসে ৯ উইকেটই নিয়েছেনপাকিস্তানেরচার পেসার। নাসিমতিনটিআরশাহিনআফ্রিদি, মোহাম্মদ আলী ও খুররম শেহজাদ দুটিকরে। টেস্ট ক্যারিয়ারের ১৯তম ম্যাচ খেলানাসিম বোলিংবিভাগহিসেবেনিজেদের ব্যর্থতাও মেনেনিয়েছেন, ‘বোলারহিসেবেআমাদেরকেমনোযোগী ও শৃঙ্খলাবদ্ধ থাকতেহবে। বোলিংবিভাগহিসেবেওআমরাআরওভালোকরতেপারতাম।’
পাকিস্তানেরসাবেক পেসার তানভীরআহমেদ অবশ্য চাঁছাছোলাভাষাতেইনাসিমদের ব্যর্থতাতুলেধরেছেন। ২০১০ থেকে ২০১৩ সালেরমধ্যে পাকিস্তানেরহয়ে ৫ টেস্ট খেলা এই পেসার এক্সে হতাশাপ্রকাশকরেএকাধিক পোস্ট দিয়েছেন। একটিতেলিখেছেন, ‘নাসিমেরবয়স ২১ বছর, আফ্রিদি ২৪, শেহজাদও ২৪। কিন্তু ওদের বোলিং দেখে মনেহচ্ছে, বয়স ৩৫ বছর।’













সর্বশেষ সংবাদ
দুবাইয়ের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন শাহীন
চান্দিনায় হামলার শিকার আহত যুবকের মৃত্যু
মহাসড়কের তীব্র যানজট; দুর্ভোগ
তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ পুলিশের নির্দেশনা
মনোহরগঞ্জে র‌্যাবের ত্রাণসামগ্রী বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো: আবুল বাশার ভূঁঞা
কুমিল্লা-৫ আসনের সাবেক এমপি এমএ জাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদ
কুমিল্লায়-বেড়েছে চুরি ছিনতাই
কুমিল্লার ১২ শ কিলোমিটার সড়কে বন্যার ক্ষত
কুমিল্লায় ছাত্র আন্দোলনকারীদের উপর হামলাকারী একজন গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২