শুক্রবার ৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২
কোহলির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ধোনি
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১২:০১ এএম |






দুজনেই ক্রিকেটের কিংবদন্তি। একজন জাতীয় দল থেকে অবসর নিলেও আইপিএলে দিব্যি খেলে যাচ্ছেন। অন্যদিকে এখনও আন্তর্জাতিক ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন আরেকজন। দেশের জার্সিতেও নেতৃত্বের ব্যাটন এসেছিল মহেন্দ্র সিং ধোনির থেকে বিরাট কোহলির হাতে। মাঠের বাইরেও দুজনের সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ। এবার সে বিষয়ে মুখ খুললেন ধোনি।
মাঠে একসময় ঝড় তুলত ‘মাহিরাট’ জুটি। তাদের ‘রানিং বিট্যুইন দ্য উইকেট’ দেখে মুগ্ধ হতেন দর্শকরা। একসঙ্গে খেলে একের পর এক ম্যাচ জিতিয়েছেন ভারতকে। এখন যদিও দুজনের পথ আলাদা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ধোনিকে এখন শুধু দেখা যায় আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। কিন্তু দেশের জার্সিতে এখনও ফুল ফোটাচ্ছেন বিরাট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তার ইনিংস এখনও চোখে লেগে রয়েছে ক্রিকেটভ ক্তদের।
যদিও মাঠের বাইরে আজও অটুট দুজনের সম্পর্ক। যে বিষয়ে ধোনি বলেন, ‘আমরা জাতীয় দলে বহুদিন একসঙ্গে খেলেছি। বিরাট বিশ্বক্রিকেটের অন্যতম সেরা প্লেয়ার। এটা সত্যি যে, মাঝের দিকের ওভারে একসঙ্গে খেলার সময় আমরা খুব মজা করতাম। কারণ আমরা প্রচুর ২ ও ৩ রান নিতাম। সেটা খুব মজার অভিজ্ঞতা ছিল। তবে এখন সেভাবে আমাদের দেখা হয় না। কিন্তু যখনই আমাদের দেখা হয়, আমরা বাকিদের থেকে আলাদা হয়ে যাই। দুজনে অনেকক্ষণ আড্ডা মারি। বিভিন্ন বিষয়ে কথা হয়। বিরাটের সঙ্গে আমার সেরকমই সম্পর্ক।’
কোহলিও এর আগে বহুবার বলেছেন দুজনের সুসম্পর্কের কথা। গত আইপিএলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের আগেও বিরাটের মুখে উঠে এসেছিল দুজনের ম্যাচ জেতানো অসংখ্য মুহূর্তের কথা। এবার ‘কিং’ কোহলিকে নিয়ে মুখ খুললেন মাহিও। ইংল্যান্ডের কোচ হচ্ছেন সাঙ্গাকারা?

ইংল্যান্ডের সাদা বলের কোচের দায়িত্ব ছেড়েছেন ম্যাথু মট। তার স্থলাভিষিক্ত হচ্ছেন কুমার সাঙ্গাকারা, এমন গুঞ্জন ক্রিকেট পাড়ায়। অবশ্য সাবেক এই লঙ্কান গ্রেট এবার নিজেই জানালেন, এখনও পর্যন্ত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে প্রস্তাব পেলে কাজ করতে আগ্রহী তিনি।
সাঙ্গাকারা বর্তমানে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট বা প্রধান কোচ, তার কোচিংয়ে রাজস্থানে খেলেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তাই সাঙ্গাকারার ইংল্যান্ডের সাদা বলের কোচ হওয়ার জোরাল সম্ভাবনা আছে বলে মনে করছেন অনেকেই।
বর্তমানে ইংল্যান্ডের অবস্থান করছেন সাঙ্গাকারা। ‘দ্য হান্ড্রেড’-এর সম্প্রচারকারী চ্যানেল স্কাই স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। সেখানেই ব্রিটিশ বার্তা সংস্থা পিএ-এর সঙ্গে আলাপচারিতায় ইংল্যান্ডের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন সাবেক এই ব্যাটসম্যান।
সাঙ্গাকারা বলেন, 'আমি জানি, (কোচ হওয়ার লড়াইয়ে) আমার নাম আলোচনায় এসেছে। কিন্তু আমাকে তেমন প্রস্তাব দেওয়া হয়নি। আমার মনে হয়, যে কারও জন্য ইংল্যান্ডের সাদা বলের কোচ হতে পারা হবে রোমাঞ্চকর ব্যাপার। কিন্তু এই পদের জন্য অনেক যোগ্য প্রার্থী আছেন। আমার মনে হয় ম্যাথু মট সত্যিই দারুণ কাজ করেছেন।'
'জস বাটলার অধিনায়কের ভূমিকায় থেকে যাচ্ছে, এটা দারুণ ব্যাপার। কারণ, তার দল যে অবস্থায় আছে বা ছিল এবং ভবিষ্যতে তারা কীভাবে এগোতে চায়, তা নির্ধারণের জন্য সঠিক সময় এটিই। আমি মনে করি, ইংল্যান্ডের নেওয়া সিদ্ধান্তগুলো সম্পূর্ণ নির্ভুল। রব কির নেতৃত্ব আমি সত্যিই খুব পছন্দ করি।'-যোগ করেন তিনি।














সর্বশেষ সংবাদ
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
সশস্ত্র বাহিনীর বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল
কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে বিপুলপরিমাণ মাদকসহ আটক ৪
কুমিল্লায় বিশ্বকবির জন্মবার্ষিকী পালিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৪০ কোটি টাকা ব্যয়ে বোটানিক্যাল গার্ডেন হচ্ছে আধুনিক ডিসি পার্ক
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম গ্রেপ্তার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ
কুমিল্লায় আন্তর্জাতিক ফ্লাইট থেকে আয় হলেও চালু হচ্ছে না অভ্যন্তরীণ রুট
নাগরিক সেবার ফি ৫ গুণ বৃদ্ধি করল কুমিল্লা সিটি কর্পোরেশন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২