শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২
বসুন্ধরা কিংসের কোচ হয়ে আসছেন তিতা
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:৫৭ এএম |



বসুন্ধরা কিংস ও স্পেনিশ কোচ অস্কার ব্রুজন অনেকটা সমার্থক ছিল। টানা ছয় বছর বসুন্ধরা কিংসের হেড কোচ ছিলেন এই স্প্যানিশ। ৪ জুলাই বৃহস্পতিবার দুই পক্ষ ঐক্যমত হয়ে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। পাঁচ দিনের মধ্যেই বসুন্ধরা কিংস নতুন কোচ হিসেবে রোমানিয়ান ভ্যালেরি তিতাকে ঠিক করেছে।
ফুটবলে কোচ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। তাই ফেডারেশন-ক্লাবকে কোচ ঠিক করতে গলদঘর্ম হতে হয়। সেখানে বসুন্ধরা কিংস মাত্র পাঁচ দিনের মধ্যেই নতুন কোচ ঠিক করেছে। এত দ্রুত নিয়োগ প্রসঙ্গে ক্লাবটির সভাপতি ইমরুল হাসান বলেন, ‘বেশ কয়েকজন কোচের সিভি নিয়ে আমরা কাজ করছিলাম। যখন অস্কারের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত হয় তখন মূলত নতুন কোচের নিয়োগ প্রক্রিয়া ত্বরান্তিত হয়। আজই মূলত আনুষ্ঠানিকভাবে দুই পক্ষ নিশ্চিত করেছি।’
বসুন্ধরা কিংস বাংলাদেশে অপ্রতিরোধ্য। আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য অনেকটাই ম্রিয়মান। এএফসি কাপে দলটি পরের রাউন্ডে খেলতে পারেনি এখন পর্যন্ত। এএফসি কাপে সাফল্য রয়েছে তিতের। এজন্যই তাকে বেছে নেয়া বললেন ক্লাব সভাপতি, ‘তার কোচিং অভিজ্ঞতা সমৃদ্ধ। বিশেষ করে এএফসি কাপে সাফল্য রয়েছে। এজন্যই মূলত তাকে নেয়া।’
তিতা ইউরোপীয়ান হলেও তিনি মূলত এশিয়াতেই কোচিং করান। সিরিয়ার দুই দফায় জাতীয় দলের কোচ ছিলেন। ২০১০ সালে আল ইতিহাদ ক্লাবকে এএফসি কাপে চ্যাম্পিয়ন করান তিতা। যা তার কোচিং ক্যারিয়ারের সেরা সাফল্য। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের ক্লাবেও কোচিং করিয়েছেন তিনি। হাই প্রোফাইল কোচ হলেও সম্মানীর বিচারে অস্কারের প্রায় সমানই পাবেন কিংসে।
১৯৮২ সাল থেকেই কোচিং এর সঙ্গে যুক্ত ভ্যালেরি তিতা। আছে কোচিংএর উয়েফা প্রো লাইসেন্স। লেবানন, ইরাক, সিরিয়া আর সৌদি আরবের ফুটবলে পার করেছেন লম্বা সময়। সব মিলিয়ে ক্যারিয়ারে অভিজ্ঞতার ঝুলিটা বেশ বড় তার।
চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসবেন এই কোচ। তার সঙ্গে একজন ফিটনেস কোচ ও সেট পিস কোচও আনবেন।













সর্বশেষ সংবাদ
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় নবজাতকের মরদেহ
বুড়িচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
এবার বিএনপি সরকারে আসলে মানুষ স্বর্ণযুগ ফিরে পাবেন-হাজী ইয়াসিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে বিএনপি নেতার ৬ মাসের কারাদণ্ড
কুমিল্লা শহরের পূর্বাংশে শুক্রবার ও পশ্চিমাংশে সোমবার দোকান বন্ধ রাখার নির্দেশনা
ঘুম, নেশা নাকি ভাগ্য- কোনটি কেড়ে নিয়েছে এই তিন যুবকের প্রাণ?
কুমিল্লায় রেল লাইনের উপর ৩ যুবকের খণ্ডিত লাশ
মৎস্যজীবী লীগের সভাপতি গ্রেপ্তার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২