শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
দাবা বোর্ডে ফিরলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:৫৭ এএম |

 দাবা বোর্ডে ফিরলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র

দাবা ফেডারেশনে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় একটি বাড়তি উদ্দীপনা থাকে। বারান্দায়-অফিস কক্ষে আড্ডা চলে প্রাণবন্ত। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের আকস্মিক মৃত্যুতে তিন দিন শোকের পর আজ আবার খেলা শুরু করেছে ফেডারেশন। তাই একেবারে সুনশান নিরবতা।
১২ তম রাউন্ডে কয়েকটি বোর্ডের খেলা অসমাপ্ত ছিল। আজ সেই অসমাপ্ত বোর্ডের খেলা শুরু হয়েছে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সেই দিন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সঙ্গে খেলছিলেন। আজ পুনরায় শুরু হওয়া সেই খেলা খেলতে এসেছিলেন গ্র্যান্ডমাস্টার জিয়ার পুত্র। তার মা তাসমিন সুলতানা লাবণ্যও এসেছিলেন।
মাত্র দিন তিনেক আগে জিয়া এই কক্ষে অসুস্থ হয়ে দুনিয়া ত্যাগ করেছে। সেই কক্ষেই আবার খেলার জন্য ফেরা অনেক কষ্টের। তাই তাহসিনের প্রতিপক্ষ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ৬ চাল পরই সমঝোতার ড্র করেছেন। শাকিল খেলা শেষে বলেন, 'আসলে আমাদের কারোরই খেলার মতো মানসিক পরিস্থিতি নেই। তাহসিন যে এসেছে এটাই অনেক বড় বিষয়। ৬ চাল পর আমরা দুই জনই ড্রতে সম্মত হই।'
১২ তম রাউন্ডে জিয়া -রাজীব খেলাও অসমাপ্ত ছিল। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের নিয়মানুযায়ী খেলা অসমাপ্ত থাকলে পরবর্তীতে নতুন করে খেলা শুরু হয়। জিয়া আর পৃথিবীতে নেই। তাই রাজীব ওয়াকওভার পেয়েছেন। ১২ খেলায় রাজীবের পয়েন্ট সাড়ে আট। আগামীকাল রাজীব শেষ রাউন্ডে খেলবেন জিয়ার পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সঙ্গে। ১২ খেলায় তাহসিনের পয়েন্ট সাড়ে সাত। রাজীবের বিপক্ষে ড্র করলে তাহসিন তাজওয়ার জিয়ার পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে তিনি শীর্ষ পাঁচ জনের মধ্যে থাকতে পারেন। তখন অলিম্পিয়াড খেলা নিশ্চিত হবে।
শুক্রবার বিকেলে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২ তম রাউন্ডের খেলা চলাবস্থায় জিয়া মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নিয়ে যান উপস্থিত দাবাড়ুরা। মাত্র মিনিট পনেরোর মধ্যে হাসপাতালে নিলেও উপস্থিত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চোখের পলকেই দাবা খেলতে খেলতে না ফেরার দেশে চলে গেলেন দেশের সেরা দাবাড়ু।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২