শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
উল্টো ব্রুজোনের বিরুদ্ধে অভিযোগ কিংসের
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ১২:৪১ এএম |




 
বসুন্ধরা কিংসের সঙ্গে ছয় বছরের সম্পর্কের ইতি ঘটেছে স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনের। আজ রাতেই তাঁর বাংলাদেশ ছাড়ার কথা। দেশ ছাড়ার আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কিংসের ম্যানেজার ওয়াসিমুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলে বলেছেন, কিংস ম্যানেজার আরেকটি প্রতিষ্ঠান পরিচালনা করেন, যেটি ক্লাবের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। কিংসের চাকরি ছাড়ার অন্যতম কারণও বলেছেন এটাকে।
তবে আজ বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান উল্টো ব্রুজোনের দিকেই অভিযোগের তির ছুড়ে বলেছেন, ‘ম্যানেজার আমাকে ব্রুজোনের ব্যাপারে আগেই অভিযোগ জানিয়েছিলেন। আমরা সেগুলো খতিয়ে দেখেছি। ব্রুজোন ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন। এটা জানার পরই তাঁকে আর না রাখার সিদ্ধান্ত হয়েছে। নয়তো এমন সফল একজন কোচের চুক্তির মেয়াদ আমরা কেন বাড়াব না? ম্যানেজার ক্লাবের স্বার্থের বিরুদ্ধে কিছু করেননি বলেই আমাদের কাছে মনে হয়েছে।’
ব্রুজোন কীভাবে ক্লাবের শৃঙ্খলা নষ্ট করছিলেন, জানতে চাইলে কিংস সভাপতি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, ‘তাঁর সঙ্গে আমরা চুক্তির ইতি টেনেছি। তিনি এখন অতীত। এ ব্যাপারে আর কিছু না বলাই ভালো।’
ব্রুজোনের উত্তরসূরি হিসেবে রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের নাম শোনা যাচ্ছে। কিংস সভাপতি বলেছেন, ‘আমরা বেশ কয়েকজন কোচের সঙ্গে আলাপ–আলোচনা চালিয়ে যাচ্ছি। তালিকায় রোমানিয়ান সেই কোচও আছেন। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। আশা করছি, দু–এক দিনের মধ্যে নতুন কোচের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব।’














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২