বুধবার ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২
সতীর্থদের বিবর্ণ দিনে ২ উইকেট নিয়ে উজ্জ্বল শরিফুল
প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০২৪, ১২:১৮ এএম |





 
ইনিংসের প্রথম চার বলে তিনটি বাউন্ডারি হজম করা শরিফুল ইসলাম ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। ওই ওভারেই তুলে নিলেন উইকেট। পরের তিন ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ে ধরলেন আরেকটি শিকার। কিন্তু তার সতীর্থদের নিষ্প্রভ দিনে গল মার্ভেলসের বিপক্ষে পেরে উঠল না ক্যান্ডি ফ্যালকন্স।
ডাম্বুলায় লঙ্কা প্রিমিয়ার লিগে রোববার ক্যান্ডির বিপক্ষে ৬ উইকেটে জিতেছে গল। প্রতিপক্ষের ১৭৫ রান ১৭ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
ক্যান্ডির অন্য বোলারদের বিবর্ণতার মাঝে উজ্জ্বল ছিলেন শরিফুল। ৪ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নেন তিনি। একটি ছক্কার সঙ্গে হজম করেন চারটি চার। ১১টি বল দেন ডট।
শরিফুলের চেয়ে ওভারপ্রতি কম রান দিতে পারেননি আর কেউ। ১ উইকেট নিতে ৪ ওভারে ৩৬ রান দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। লাকসান সান্দাক্যান ৪ ওভারে ৪৬ রান দিয়ে ধরেন এক শিকার। ৪২ রান দেওয়া দুশমন্থ চামিরা উইকেট পাননি।
রান তাড়ায় নামা গলের ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের হাতে বল তুলে দেন হাসারাঙ্গা। টানা দুই চার মেরে এই পেসারকে স্বাগত জানান নিরোশাল ডিকওয়েলা। এক বল পর মারেন আরেকটি। পঞ্চম ডেলিভারি ডট দিয়ে ওভারের শেষ বলে ডিকওয়েলাকে ফিরিয়ে দেন শরিফুল। তাকে লেগ সাইডে খেলার চেষ্টায় ব্যাটের কানায় লেগে উপরে উঠে যাওয়া বল পয়েন্টে মুঠোয় জয়ান আন্দ্রে ফ্লেচার।
তৃতীয় ওভারে বোলিংয়ে এসে দারুণ শুরু করা শরিফুল প্রথম পাঁচ বলে দেন কেবল এক রান। কিন্তু শেষ বলে তাকে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ওড়ান অ্যালেক্স হেলস।
পাওয়ার প্লেতে ২ ওভারে ১৯ রান দেওয়া শরিফুল ফের বোলিংয়ে আসেন দ্বাদশ ওভারে। ৫ রান দিয়ে নেন ভানুকা রাজাপাকসার উইকেট। তৃতীয় বলে তার স্লোয়ারে বোল্ড হন লঙ্কান ব্যাটসম্যান।
সপ্তদশ ওভারে কোটার শেষ ওভারটি করতে এসে ৮ রান দেন শরিফুল। তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে তাকে একটি চার মারেন সাহান আরাচিগে।
ফ্লেচারের ৫০ ও হাসারাঙ্গার অপরাজিত ৬৫ রানে লড়ার মতো পুঁজি গড়ে শরিফুলদের ক্যান্ডি। কিন্তু টিম সাইফার্টের তা-বে হারের তেতো স্বাদ পায় তারা। ২ ছক্কা ও ১১ চারে ৪৯ বলে ৮২ রান করে গলকে জিতিয়ে ফেরেন নিউ জিল্যান্ডের এই ব্যাটসম্যান।
চলতি এলপিএলে নিজের প্রথম ম্যাচেও দুই উইকেট নেন শরিফুল। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে সেদিন অবশ্য তিনি ছিলেন খরুচে, দেন ৪৩ রান।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২