মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২
এবার আবাহনীতেও স্প্যানিশ কোচ
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ১২:০২ এএম |




নতুন ফুটবল মৌসুমের জন্য নতুনভাবে প্রস্তুতি নিচ্ছে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা আবাহনী লিমিটেড। ভালো দল গড়ার পাশাপাশি আবাহনী লিমিটেড এবার নতুন কোচও নিয়ে আসছে। ৪৬ বছর বয়সী স্প্যানিশ কোচ মারিও রিভেরা নতুন মৌসুমে আবাহনীর হয়ে ডাগআউটে দাঁড়াবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আবাহনীর ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। নতুন কোচ সম্পর্কে তিনি আজ প্রথম আলোকে বলেন, ‘স্প্যানিশ কোচ রিভেরার সঙ্গে আমাদের কথাবার্তা চূড়ান্ত। কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে, যা দ্রুতই আমরা সেরে ফেলব। রিভেরা আবাহনীর কোচ হচ্ছেন, এটা নিশ্চিত।’
রিভেরাকে বেছে নেওয়ার কারণ হিসেবে কাজী নাবিলের ব্যাখ্যা, ‘এ অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। ভারতে কাজ করেছেন। তাঁর জীবনবৃত্তান্ত আমাদের পছন্দ হয়েছে। এ কারণেই তাঁকে চূড়ান্ত করেছি।’
রিভেরা ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলে দুই বছর কোচিং করিয়েছেন। এরপর দায়িত্ব নেন ব্রুনাই জাতীয় দলের। এবার নিতে যাচ্ছেন সাফল্যের খোঁজে মরিয়া হয়ে ওঠা ঢাকা আবাহনীর। নতুন মৌসুমের জন্য এরই মধ্যে ফুটবলারদের দলবদল শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরে স্বাধীনতা কাপ দিয়ে ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হওয়ার কথা।
২০১৮ সালে দেশের শীর্ষ ফুটবলে বসুন্ধরা কিংসের আগমনের পর আবাহনী আর লিগ শিরোপা জেতেনি। এবার তারা রানার্সআপও হতে পারেনি। নামের প্রতি সুবিচার করতে পারেনি মোটেও। মৌসুমটা কেটেছে ব্যর্থতায়।
২০১৮-২৩ সাল পর্যন্ত আবাহনীর কোচ ছিলেন পর্তুগিজ মারিও লেমোস। গত মৌসুমে আবাহনী নিয়ে আসে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানিকে, যিনি এর আগেও আবাহনীর দায়িত্বে ছিলেন। ক্রুসিয়ানি সফল হতে পারেননি বলেই আবারও কোচ বদল করছে আবাহনী।
বাংলাদেশের ফুটবলে এখন চলছে স্প্যানিশ কোচের প্রাধান্য। জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা স্প্যানিশ। টানা পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনও স্প্যানিশ। অবশ্য ব্রুজোনের সঙ্গে চুক্তি প্রায় শেষ কিংসের। নতুন মৌসুমে কিংস তাঁর চুক্তি বাড়াবে কি না, তা এখনো নিশ্চিত নয়।



 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২