বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২
শঙ্কা নিয়ে ‘অন্যরকম’ পাওয়ার অপেক্ষায় শরিফুল
প্রকাশ: বুধবার, ৫ জুন, ২০২৪, ১২:০০ এএম |


 শঙ্কা নিয়ে ‘অন্যরকম’ পাওয়ার অপেক্ষায় শরিফুল
 
বিশ্বকাপে খেলা নতুন কিছু নয় শরিফুল ইসলামের জন্য। তিন বছরের ক্যারিয়ারে এরই মধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলে ফেলেছেন বাঁহাতি পেসার। তবু প্রতিটি বিশ্বকাপেরই আলাদা অনুভূতি তরুণ বাঁহাতি পেসারের জন্য। আপাতত হাতের চোটে শঙ্কা থাকলেও বিশ্ব আসরে খেলার রোমাঞ্চে বুদ তিনি।
গত বছরের শুরু থেকে বাংলাদেশের সবচেয়ে সফল বোলারদের একজন শরিফুল। এই সময়ে তিন সংস্করণ মিলিয়ে তার চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু তাসকিন আহমেদ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের বোলিং আক্রমণের বড় অস্ত্র হিসেবেই গিয়েছেন ২৩ বছর বয়সী পেসার।
কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ ওভারে নিজের বোলিংয়েই ফিল্ডিং করতে গিয়ে বাম হাতে চোট পেয়েছেন শরিফুল। মধ্যমা ও তর্জনীর সংযোগস্থলে লেগেছে ছয় সেলাই।
অলৌকিক কিছু না ঘটলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে খেলা হবে না শরিফুলের। অনিশ্চয়তা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ নিয়েও।
চোটের শঙ্কার বহু আগে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে থাকতে বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মের আয়োজন 'গ্রিন-রেড' স্টোরিতে নিজের রোমাঞ্চ প্রকাশ করেন শরিফুল। মঙ্গলবার সেটি প্রকাশ করে বিসিবি।
“প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেটা হোক ক্রিকেট, ফুটবল বা যে কোনো কিছুর। সেখানে আমি যদি বিশ্বকাপে অংশ নিতে পারি, অন্যরকম পাওয়া হবে।”
“বিশ্বকাপটা আসলে দুনিয়ার সবাই দেখে। ওই ক্ষেত্রে সবার একটা মনোযোগ থাকে। তাই আমার মনে হয়, বিশ্বকাপ খেলতে যাওয়ার জন্য অন্যান্য সিরিজ থেকে একটা ভিন্ন অনুভূতি কাজ করে।"
এখন পর্যন্ত বিশ ওভারের দুটি বিশ্বকাপ খেলেছেন শরিফুল। ২০২১ সালে চার ম্যাচে ওভারপ্রতি ছয়ের কম রান খরচ করে ৪ উইকেট নেন তিনি। কিন্তু ভালো যায়নি অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ বিশ্বকাপ। ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া একমাত্র ম্যাচে ৫৭ রান খরচ করেন তিনি।
এবার সুযোগ পেলে আগের বিশ্বকাপকে ছাড়াতে চান তিনি।
"প্রতিটা বিশ্বকাপে সবারই লক্ষ্য থাকে সবশেষ বিশ্বকাপ থেকে ভালো করার। আমারও ইচ্ছা আছে, দলেরও ইচ্ছা আছে ম্যাচ ধরে ধরে জেতার চেষ্টা করব।"













সর্বশেষ সংবাদ
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
কভার্ড ভ্যানের চাকায় মাথা থেঁতলে যুবকের মৃত্যু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে পাস ৩৪.০৫, সি-তে ৬৯.৭৫
কুমিল্লায় এসএমএপি প্রকল্পের আওতায় টিএসএস বিএম বাস্তবায়ন সভা
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দুই মাস পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চাকরিতে যোগদানের পরদিন কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছা
কুমিল্লায় মধ্যরাতে ‘সরকার বিরোধী’ মিছিল, গ্রেফতার ৮
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২