ফারজানা
হক পিঙ্কির ফিফটিতে ভর করে বড় জয় পেয়েছে রূপালী ব্যাংক ক্লাব লিমিটেড।
অন্যদিকে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ক্রিকেট ক্লাব রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে
কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট
লিগে বিকেএসপির ৩ নম্বর মাঠে শুক্রবার (৩১ মে, ২০২৪) মুখোমুখি হয় রূপালী
ব্যাংক-বিকেএসপি। টস হেরে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৭৮ রান করে
বিকেএসপি। তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় রূপালী।
১১৯
বলে ৮১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পিঙ্কি। ৮টি চারের মারে তার ইনিংসটি
সাজানো ছিল। ৩১ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনিংয়ে
নেমে ৩০ রানে ফেরেন ইশমা তানজীম।
বিকেএসপির হয়ে ১টি করে উইকেট নেন মারুফা আক্তার, সুবর্ণা আক্তার ও জান্নাতুল ফেরদাউস ইশা।
এর
আগে থিতু হয়েও লম্বা ইনিংস খেলতে পারেননি বিকেএসপির ব্যাটাররা। ফলে দুইশ’র
কাছে গিয়েও দুই’শ করতে পারেনি দলটি। সর্বোচ্চ ২৯ রান করেন সুমায়া আক্তার
সূবর্ণা। ২১ রানে অপরাজিত ছিলেন ফারজানা ইয়াসমিন। ২৪ রান করেন নিশীথা
আক্তার। রূপালী ব্যাংকের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন পূজা
চক্রবর্তী-রাবেয়া খান।
দিনের অপর ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে
মুখোমুখি হয় কলাবগান-খেলাঘর। টস হেরে ব্যাটিং করতে নেমে ১১৬ রানে অলআউট হয়
কলাবাগান। তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয় তুলে নেয় খেলাঘর।
১৫ রানে
অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নুজহাত সুবাহ ফেরদাউস। তার সঙ্গে ২
রানে অপরাজিত ছিলেন কাদিজাতুল কুবরা। সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক তেজ
নাহার। ২৪ রান আসে মাসুমা খাতুন শাপলার ব্যাট থেকে। আর কেউ দুই অঙ্কের ঘরের
মুখ দেখেননি। কলাবাগানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মাসুমা নাহার জয়া।
এর
আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি কলাবাগান। কোনোমতে ১০০ পার করে
ক্লাবটি। সর্বোচ্চ ২৭ রান করেন তমালিকা সুমনা। এ ছাড়া বিথী পারভিন ১৭ ও
ফাতেমা তুজ জোহরা ১৬ রান করেন। খেলাঘরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন
খাদিজাতুল কুবরা।