শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
মাঠে ফিরেই জোড়া গোলে আলো ছড়ালেন রোনালদিনিও
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪, ১২:০১ এএম |






ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। দুর্গত অঞ্চলের মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন দেশটির কিংবদন্তি ফুটবলাররা। রোববার এ উপলক্ষে একটি দাতব্য প্রীতি ম্যাচও খেলেছেন তাঁরা।
এ ম্যাচে আলো ছড়িয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ৫-৫ গোলে ড্র হওয়া এ ম্যাচে জোড়া গোলের পাশাপাশি ১টি গোলে সহায়তাও করেছেন রোনালদিনিও।
রোনালদিনিও যে অঞ্চল থেকে উঠে এসেছে, সেই রিও গ্রান্ডে দো সল স্টেটও এই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে বন্যার কারণে মারা গেছেন ১৬০ জনের বেশি মানুষ। পাশাপাশি এই বন্যায় প্লাবিত হয়েছে শহরের প্রায় ৯০ শতাংশ এলাকা। এমন পরিস্থিতিতে দুর্গত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছেন রোনালদিনিওসহ ব্রাজিলিয়ান ফুটবলের তারকারা। যাঁদের মধ্যে আছেন কিংবদন্তি কাফু ও বর্তমান দলের কোচ দরিভাল জুনিয়রও
রোনালদিনিও বলেছেন, ‘আমার প্রতিবেশীদের সাহায্য করতে এই মানুষগুলোকে এগিয়ে আসতে দেখাটা দারুণ ব্যাপার। অপরিমেয় এই দুর্দশার মধ্যে আমরা ব্রাজিলের মানুষকে আবারও ঐক্যবদ্ধ হতে দেখছি।’
এদিন ৪৪ বছর বয়সী রোনালদিনিও নিজের দলের চতুর্থ এবং পঞ্চম গোলটি করেন। এ ম্যাচে আলো ছড়িয়েছেন কাফুও। ম্যাচে ১টি গোল ও ১টি অ্যাসিস্ট করেছেন বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান অধিনায়ক। এই ম্যাচে নারী ফুটবলারদেরও খেলতে দেখা গেছে।
উল্লেখ্য, ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে চলমান প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এই বন্যার কারণে পাঁচ লাখের বেশি মানুষ তাঁদের বাড়িঘর ছেড়েছেন। এই দুর্যোগে ক্ষয়ক্ষতির পুরো হিসাব এখনো নির্ণয় করা যায়নি।
এদিকে ব্রাজিলিয়ান শহর পোর্তো অ্যালেগ্রেতে নতুন করে বৃষ্টির কারণে বন্যার পানি আবার বাড়তে শুরু করেছে। এ নিয়ে এক বছরের কম সময়ের মধ্যে চতুর্থবারের মতো পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে ব্রাজিলের এ অঞ্চল। জলবায়ু পরিবর্তন এবং বনাঞ্চল ধ্বংসকে এ জন্য দায়ী করেছেন বিজ্ঞানীরা।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২