ঘরোয়া ফুটবলে দীর্ঘদিন তৃতীয় শক্তি ছিল ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটির সেই সোনালী অতীত আর নেই। ২০২১-২২ মৌসুমে ৪৬ বছর পর শীর্ষ ফুটবল থেকে অবনমিত হয় তাদের। দুই মৌসুম বিরতি দিয়ে এবার প্রিমিয়ারে ফিরেও ব্রাদার্স টিকতে পারেনি
চলতি লিগে ব্রাদার্স পুরো সময় দশ দলের মধ্যে দশম স্থানেই ছিল। প্রথম লেগ শেষেই অনুমেয় ছিল ব্রাদার্সের অবনমন। আজ (শনিবার) রাজশাহীতে হোম ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন ২-৩ গোলে শেখ রাসেলের বিপক্ষে হেরেছে। এতে ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৭। শেষ ম্যাচে পুলিশের বিপক্ষে জিতলে দাঁড়াবে ১০ পয়েন্ট। ফলে রহমতগঞ্জের ১৩ পয়েন্ট আর স্পর্শ করা সম্ভব নয়। তাই এক রাউন্ড বাকি থাকতেই প্রিমিয়ার লিগ থেকে নেমে যেতে হচ্ছে ব্রাদার্স ইউনিয়নকে।
ব্রাদার্স ইউনিয়নের অবনমন হতো আগের রাউন্ডেই। মোহামেডানের বিপক্ষে রহমতগঞ্জ জিতলে তখন ব্রাদার্সের অবনমন নিশ্চিত হয়ে যেত। রহমতগঞ্জ সেই ম্যাচ ড্র করায় ব্রাদার্স আরেকটু সুযোগ পেয়েছিল। সেই সুযোগ আর কাজে লাগাতে পারেনি গোপীবাগের দলটি। আজ ব্রাদার্স ইউনিয়ন ৬ মিনিটে এলিটার গোলে লিড নেয়। তিন মিনিট পর শেখ রাসেলের সুমন রেজা সমতা আনেন। দুই মিনিট পরই আকরের গোলে লিড নেয় রাসেল। ব্রাদার্স অবশ্য আবার সমতা আনে এলিটার গোলে। চন্দন রায় ৩১ মিনিটে গোল করলে লিড নেয় রাসেল। ম্যাচের দ্বিতীয়ার্ধে ব্রাদার্স আর গোল করতে না পারায় লিগ থেকে অবনমন নিশ্চিত হয়।
ব্রাদার্স ইউনিয়নের অবনমনের দিনে নিজ নিজ ম্যাচে জিতেছে আবাহনী ও মোহামেডান। ঢাকা আবাহনী ০-২ গোলে পিছিয়ে ছিল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। ম্যাচের শেষ ১৩ মিনিটে তিন গোল দিয়ে তারা জিতেছে। অন্যদিকে, মোহামেডান অবশ্য শেখ জামালের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে। মোহামেডানের অধিনায়ক সুলেমান দিয়াবাতে ফেডারেশন কাপের ফাইনালে গোল করতে ব্যর্থ হলেও আজ জোড়া গোল করেছেন। মোহামেডান আবাহনী নিজ নিজ ম্যাচ জেতায় দুই দলেরই সমান ৩২ পয়েন্ট।
এই দুই দলের মধ্যকার শেষ ম্যাচের ওপর রানার্স-আপ নির্ধারিত হবে। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে মোহামেডান দ্বিতীয় দল হিসেবে লিগ শেষ করবে।