মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
সাবেক জার্মান কোচকে নিয়োগ দিচ্ছে বার্সেলোনা
প্রকাশ: রোববার, ২৬ মে, ২০২৪, ১২:০০ এএম |







জাভি হার্নান্দেজকে ছাটাইয়ের পর থেকেই গুঞ্জন, কে হচ্ছেন বার্সেলোনার পরবর্তী কোচ? এই গুঞ্জনের প্রশ্নের উত্তর মিলেছে। নতুন কোচ হিসেবে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে বেছে নিয়েছে ক্লাবটি। সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সার সঙ্গে ফ্লিকের চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানো জানিয়েছেন, জাভিকে বিদায়ের আগেই ফ্লিকের সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছিল বার্সা। জার্মান কোচের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেই জাভিকে বিদায় বলেছে কাতালান ক্লাবটি।
এদিকে কয়েকটি ইউরোপিয়ান গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বায়ার্নের সাবেক কোচ ফ্লিকের সঙ্গে লন্ডনে বৈঠক করেছেন বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো। সেখানেই নাকি এই মৌখিক চুক্তি সম্পন্ন হয়। ইতোমধ্যে বার্সেলোনা নিয়ে নাকি নিজের পরিকল্পনাও জানিয়ে দিয়েছেন এই জার্মান ম্যানেজার।
জার্মান ক্লাব বায়ার্নের হয়ে বেশ সফল ছিলেন হ্যান্সি ফ্লিক। বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জিতেছিলেন তিনি। এমন সাফল্যের জের ধরে ২০২১ সালে জার্মানির জাতীয় দলের দায়িত্বও তুলে দেয়া হয় তাকে। তবে তার অধীনে দলের ব্যর্থতার পর বরখাস্ত করা হয় এই কোচকে। এরপর থেকে ফুটবলের বাইরেই আছেন ফ্লিক।
উল্লেখ্য,  শুক্রবার (২৪ মে) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বরখাস্ত করা হয়েছে জাভিকে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার আদেশে একটি সভা ডাকা হয়। সেখানে উপস্থিত ছিলেন ক্লাবটির সহ-সভাপতি রায়া যুস্তে, স্পোর্টিং ডিরেক্টর ডেকো এবং জাভি। এই সভায় আলোচনার ভিত্তিতে জাভিকে বিদায় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।














সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
নির্মাণাধী ভবনে রাজমিস্ত্রীর হাত-পা বাঁধা লাশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২