বুধবার ১৬ জুলাই ২০২৫
১ শ্রাবণ ১৪৩২
আমরা দুজনই বেহায়া, জয়কে জায়েদ
প্রকাশ: শনিবার, ২৫ মে, ২০২৪, ৭:৪১ পিএম |

আমরা দুজনই বেহায়া, জয়কে জায়েদ বিদেশের মাটিতে একের পর এক শো করছেন জায়েদ খান। গত মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করেছেন। এরপর স্টেজ শো করে সিডনি মাতান। এরপর জেমসের সঙ্গে একই বিমানে দেখা গেছে তাকে। শো করতে লন্ডন গিয়েছেন তিনি। সম্প্রতি তার একটি ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। যেখানে শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে তিনি কথা বলছেন একটি অনুষ্ঠানে।

মিডিয়াতে দুজনই আলোচিত। একজন ভাইরাল খ্যাত অভিনেতা জায়েদ খান। আর একজন উপস্থাপনা দিয়ে। তিনি অভিনেতা থেকে উপস্থাপক হয়ে আলোচিত হয়েছেন। তিনি হলেন শাহরিয়ান নাজিম জয়।
 

কয়েকদিন আগেও নায়িকা  মিষ্টি জান্নাত জয়কে উদ্দেশ্য করে বিস্ফোরক কিছু মন্তব্য করেন। যেখানে তিনি দাবি করেন, জয় তাকে লং ড্রাইভে নিয়ে যাওয়া ও চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। তাকে তাচ্ছিল্য করে কথা বলার জন্য ক্ষিপ্ত হয়েছিলেন মিষ্টি জান্নাত।

অন্যদিকে জায়েদ খান ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনার মুখে পড়েন। বিষয়গুলো নিয়েই সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। যেখানে তাদের একজনকে অন্যজনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায়।

তাদের সেই আলাপের মাত্র ২৫ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে ভক্তদের মাঝেও আলোচনা তুঙ্গে।

কয়েকদিন আগে শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘১৩ টি প্রশ্ন’ নামে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন জায়েদ খান। সেখানে জায়েদ খান কে জয় প্রশ্ন করেন, ‘অনেকে বলে, জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিঠাইতে পারতাম। তাহলে মনে খুব শান্তি পেতাম।’
উত্তরে জায়েদ বলেন, ‘এটা আপনার ব্যাপারেও শুনছি বিদেশে গেলে। আমি বলেছি, পিঠাইতে পারবো না। চ্যানেল আইয়ের ভিতরে থাকে। মারার সুযোগ নাই।’

এসময় খানিকটা বিব্রত হয়ে যান জয়। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয় জানতে চান, ‘এরকম শুনছেন? জায়েদ বলেন, ‘অনেক। আপনার আমার আমার সেইম কেস। আমারে যারা গালি দেয়, তারা আপনারেও গালি দেয়। আমাকে ফোন করে বলে যে, এই বেহায়া লোকের শো তে যাওয়া যাবে না। আমি বলেছি, ভাই আমিও আরেক বেহায়া। আমরা দুজনই বেহায়া।’
এদিকে মিষ্টি জান্নাতকে নিয়ে আবার আলোচনায় আসেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। সম্প্রতি মিষ্টি জান্নাতকে নিয়ে তিনি বলেন, ‘ওই মেয়ে ভাইরাল হতেই শাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন। শাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না। আর আমার মনে হয় না মিষ্টির সঙ্গে শাকিব খানের বিয়ে হবে।’
 












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২