শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
আইপিএলের অঘোষিত ফাইনালে উঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে হায়দরাবাদ ও রাজস্থান
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৭:০৩ পিএম |

আইপিএলের অঘোষিত ফাইনালে উঠার লড়াইয়ে রাতে মাঠে নামছে হায়দরাবাদ ও রাজস্থানফাইনাল নিশ্চিত করে বসে আছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মেগা ফাইনালে তাদের সঙ্গী হবে কে, সেটি জানা যাবে আজ রাত। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে একটু পরে মাঠে নামবে সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে দু’দলের মনোবল দুরকম। প্রথম কোয়ালিফায়ারে কেকেআরের কাছে পাত্তাই পায়নি হায়দরাবাদ। ম্যাচ হারে আট উইকেটে। অন্যদিকে, এলিমিনেটরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে চার উইকেটে হারিয়েছে রাজস্থান। আইপিএল অবশ্য এমন এক মঞ্চ, যেখানে জ্বলে ওঠা সময়ের ব্যাপার মাত্র। 

টি-টোয়েন্টি মোমেন্টামের খেলা। কলকাতার বিপক্ষে হায়দরাবাদ সেই মোমেন্টাম পায়নি পুরো ম্যাচে। না ব্যাটিংয়ে, না বোলিংয়ে। কলকাতা তাই সহজেই পরাস্ত করেছে তাদের। অথচ, এবারের আসরে গ্রুপ পর্বে ব্যাট হাতে সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছিল হায়দরাবাদের ব্যাটাররা। প্লে-অফে এলে নিজেদের হারিয়ে ফেলে আরসিবি। সেটি যেন জানাই ছিল রাজস্থানের। বেগ পেতে হয়নি ম্যাচটি নিজেদের করে নিতে।

শিরোপা জিততে হলে ফাইনালে যেতে হবে। তার আগে এক ম্যাচের বাধা, দ্বিতীয় কোয়ালিফায়ার। এটি অতিক্রম করতে পারলেই কাঙ্খিত ফাইনাল। ফাইনালে যেতে দুদলেরই মূল অস্ত্র ব্যাটিং। রাজস্থান যদিও অশ্বিন-চাহালদের স্পিন ঘূর্ণি কাজে লাগিয়েছে সর্বশেষ ম্যাচে। আর ব্যাট হাতে জাইসওয়াল-পরাগ-হেটমায়াররা তো আছেনই। হায়দরাবাদের ভরসার জায়গাটা ব্যাটিং। আগের ম্যাচে ব্যর্থ হলেও কাল হেড-ক্লাসেন-ত্রিপাঠিদের দিকেই আরেকবার তাকাবে দলটি।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২