প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯:১৯ পিএম |
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে তিন ম্যাচের সিরিজে এরমধ্যে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে সফরকারীরা।
আজ দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস ও শেখ মেহেদী হাসান। একাদশে ঢুকেছেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম ও পেসার তানজিম হাসান সাকিব। সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এর সঙ্গে আগে থেকে যোগ হওয়া টপ অর্ডারের রানখরার দুশ্চিন্তা তো আছেই। টপ অর্ডারের দুই প্রাণ ভোমরা লিটন ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত রানের জন্য রীতিমতো সংগ্রাম করছেন। এই ম্যাচে একাদশে নেই লিটন। রানে ফেরার চ্যালেঞ্জ তাই নাজমুল হোসেন শান্তর।
বাংলাদেশ একাদশ :
নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদ উল্লাহ রিয়াদ, জাকের আলী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।