কুমিল্লার ‘রানী হামিদ’ তিতাস উপজেলার মোহাম্মদ রফিকুল আলমের মেয়ে নুসরাত জাহান আলো। প্রবীন দাবা খেলোয়াড় লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বেগম লায়লা আলম ফিদে রেটিং মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলা ও বাংলাদেশ পুলিশের মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো চ্যাম্পিয়ন হাব গৌরব অর্জন করেছেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। ৭ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ রানার-আপ ও একই দলের মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা তৃতীয় স্থান লাভ করেন। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশব চতুর্থ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম পঞ্চম, নীলাভা চৌধুরী ষষ্ঠ ও তাবাস্সুম সাদিয়া শাহজাহান সপ্তম স্থান লাভ করেন।
ছয় পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা অষ্টম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস নবম, তাসনিয়া তারান্নুম অর্পা দশম ও মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা একাদশ স্থান লাভ করেন। বিশেষ পুরস্কার লাভ করেন যথাক্রমে খন্দকার অনিকা মওলা, সুরাইয়া আক্তার, জারিন তাসনিম, ওয়ারিসা হায়দার ও নওরিন ফাতিমা তোয়া। নবম বা শেষ রাউন্ডের খেলা আজ (সোমবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। নবম রাউন্ডের খেলায় মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদকে, নীলাভা চৌধুরী মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবুকে, তাসনিয়া তারান্নুম অর্পাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে ও তাবাস্সুম সাদিয়া শাহজাহান মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে ও ফিদে মাস্টার জাকিয়া সুলতানা মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীনের সাথে ড্র করেন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।