বুধবার ২৩ এপ্রিল ২০২৫
১০ বৈশাখ ১৪৩২
সাকিবের যে কথার সঙ্গে একমত নন হাথুরুসিংহে
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১:১৩ এএম |



টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলেছে বাংলাদেশ। এরপর মেগা আসরটির আগমুহূর্তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষেও একটি সিরিজ খেলবে টাইগাররা। যেখানে নিজেদের পুরোদমে ঝালিয়ে নিতে আজ (বুধবার) রাতেই উড়াল দেবেন নাজমুল হোসেন শান্তরা। কিছুদিন আগে জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না বলে চমকপ্রদ এক মন্তব্য করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।
গত ৪ মে টাইগার পেসার রুবেল হোসেনের মোটরসাইকেল শো-রুম উদ্বোধনের এক পর্যায়ে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে সাকিব বলেছিলেন, ‘জিম্বাবুয়ে সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না।’ সাকিবের এ কথার সঙ্গে একমত নন টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
পরবর্তীতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও প্রায় একই সুরে বলেন, ‘আমি এটাকে (জিম্বাবুয়ে সিরিজ) প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই।’
আজ বুধবার (১৫ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, ‘আমি এমনটা মনে করি না। আমার কাছে ম্যাচ খেলা মানেই ভালো প্রস্তুতির সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো ম্যাচ কঠিন হয়ে উঠতে পারে। শক্তিমত্তায় পার্থক্য থাকতেই পারে, তবে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালো হয়েছে।’
হাথুরুসিংহের বিশ্বাস, অতীতের চেয়ে এবারের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে বাংলাদেশ, ‘আমার মতে আমাদের প্রস্তুতি বেশ ভালো। চট্টগ্রামে ক্যাম্প করেছি, জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলেছি, খেলার সুযোগ দিতে পেরেছি প্রায় সবাইকে। কয়েকজনের ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে একটু দুশ্চিন্তা আছে। তবে সব মিলে দলের প্রস্তুতিতে আমি খুশি।'
‘প্রত্যেক টুর্নামেন্টই ভালো করার সুযোগ। আমাদের জন্য চ্যালেঞ্জিং হচ্ছে। তবে অতীতের চেয়ে ভালো করার জন্য সম্ভাব্য সব প্রস্তুতিই আমরা নিচ্ছি। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র‌্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেখানেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে’, আরও যোগ করেন হাথুরুসিংহে।












সর্বশেষ সংবাদ
বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড
কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে নিহত ৩
বিশ্বব্যাংকের পূর্বাভাস: বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসবে
সরকার দ্বিতীয় ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে: চিফ প্রসিকিউটর
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় চাকরিতে যোগদানের পরদিন কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত
কাতারে ড.মুহাম্মদ ইউনুসকে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতির ফুলেল শুভেচ্ছা
সাবেক কাউন্সিলর বাবুল কারাগারে
শিবির সভাপতিকে ‘হত্যায়’ ১৩ জনের বিরুদ্ধে মামলা
লালমাইয়ে মরা গরুর মাংস বিক্রি, একজনকে জেল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২