মঙ্গলবার ১৭ জুন ২০২৫
৩ আষাঢ় ১৪৩২
এমএলএসের নতুন নিয়মে বিরক্ত মেসি
প্রকাশ: সোমবার, ১৩ মে, ২০২৪, ১২:৪৪ এএম |




মেজর লিগ সকারে (এমএলএসে) নতুন নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। যে নিয়মের গ্যাঁড়াকলে পড়তে হয়েছে ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসিকে। এমন অদ্ভূত নিয়ম নিয়ে মাঠেই বিরক্ত প্রকাশ করেন আর্জেন্টাইন তারকা। মেসির সঙ্গে একমত হয়েছেন মায়ামি কোচ জেরার্দো মার্টিনোও।
মেজর লিগ সকারে আজ সকালে হওয়া মন্ট্রিয়েলে বিপক্ষে ম্যাচে বড় ধরনের ইনজুরি থেকে বেঁচে যান লিওনেল মেসি। ইনজুরি থেকে সুস্থ হতে তাৎক্ষণিক চিকিৎসা নিতে গিয়ে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হয় মেসিকে। এমনটি হয়েছে এমএলএস এর নতুন নিয়মের কারণে।
ম্যাচের ৪১তম মিনিটে প্রতিপক্ষের জর্জ ক্যাম্পবেলের ট্যাকলে বাঁ হাঁটুতে আঘাত পান মেসি। মাঠে পড়ে ছিলেন বেশ কিছুটা সময়। চিকিৎসার পর মাঠে ফেরার জন্য রেডি হলে সাইডলাইনে দুই মিনিট অপেক্ষা করতে হয়েছে মেসিকে। এ সময় ক্যামেরাতে মেসিকে বলতে শোনা যায়, ‘এই ধরনের নিয়মের মাধ্যমে আমরা ভুল পথে চলছি.’
বিষয়টি নিয়ে ম্যাচের পর মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেন, ‘যে নিয়ম পরিবর্তন করা হয়েছে, আমার মনে হয় তা পর্যালোচনা করা উচিত। মেসিকে করা ফাউলে প্রতিপক্ষ খেলোয়াড়ের হলুদ কার্ড প্রাপ্য ছিল। সেটি না হয়ে আমরা মেসিকে দুই মিনিটের জন্য হারালাম।’
মেজর লিগ সকারে এই মৌসুমে তিনটি নতুন নিয়ম চালু করা হয়। যার একটি হলো, যদি কোন খেলোয়াড় বিনা কারণে (অভিনয় করে) ১৫ সেকেন্ডের বেশি পড়ে মাঠে থাকেন বা সাধারণ ইনজুরিতে ১৫ সেকেন্ডের বেশি পড়ে থাকেন তবে তাকে দুই মিনিট মাঠের বাইরে থাকতে হবে। অর্থাৎ চিকিৎসা নেওয়ার পর তাকে ফিরতে হবে দুই মিনিট পর।
তবে যদি ফাউলে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো হয় বা গুরুতরভাবে আহত হন সেই ক্ষেত্রে এমন নিয়ম কার্যকর হবে না। যেহেতু মেসিকে করা ফাউলে হলুদ কার্ড দেখানো হয়নি, তাই চিকিৎসা শেষে মেসিকে দুই মিনিট পর মাঠে ফিরতে হয়েছে।
















সর্বশেষ সংবাদ
দেবিদ্বারের সাবেক পৌর মেয়র শামীম কারাগারে
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে পবিত্র ঈদুল আযহার লম্বা ছুটিতেও সেবা কার্যক্রম
চোখ উপড়ে ফেলায় সাবেক এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানেবিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
দাউদকান্দি পৌরসভায় ৫নং ও ৬নং ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় সেনাবাহিনী-র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী শিমুল গ্রেপ্তার
কীট সংকটে হচ্ছে না শনাক্ত, উপসর্গ নিয়ে ঘুরছে মানুষ
চোখ উপড়ে ফেলায় সাবেক এমপির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানেবিদেশী পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২