রোববার ৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশ: রোববার, ১২ মে, ২০২৪, ১২:১৫ এএম |



টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আইসিসি ভবিষ্যত সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে এই সফরে যাবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।
শুক্রবার (১০ মে) উইন্ডিজ বোর্ড গতকাল তাদের ঘরোয়া গ্রীষ্মকালিন সূচি প্রকাশ করেছে। সেখান থেকে জানা গেছে, ২২ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে নাজমুল হোসেনের দল।
টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। দুটি টেস্ট হবে অ্যান্টিগা ও জ্যামাইকায়। এরপর সেন্ট কিটস ও নেভিসে খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সেন্ট ভিনসেন্টে। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় একটি ওয়ার্মআপ ম্যাচও খেলবে বাংলাদেশ।
নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ২২ নভেম্বর প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট শুরু ৩০ নভেম্বর থেকে।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশে উড়াল দেবে সেন্ট ভিনসেন্ট। সেখানে ম্যাচ তিনটি হবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ সফরের ঠিক আগে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে সেপ্টেম্বর-অক্টোবরে আছে ভারত সফর। এছাড়া আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। সব মিলিয়ে ওই কয়েকটা মাস তুমুল ব্যস্ততায় থাকবে বাংলাদেশ দল।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২