শনিবার ২৭ জুলাই ২০২৪
১২ শ্রাবণ ১৪৩১
প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গনি মডেল স্কুল
শিরোপা জয়ের দিনে ৪ উইকেট শিকারে উজ্জ্বল রুদ্র
সাহাব উদ্দিন অপি।।
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১২:৪৯ এএম |


 প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গনি মডেল স্কুল প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ২০২৩-২৪ মৌসুমের চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে চাঁদপুর গনি মডেল হাই স্কুল। গতকাল (মঙ্গলবার) কুমিল্লায় এবারের টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা হাই স্কুলের মুখোমুখি হয় চাঁদপুর গনি মডেল হাই স্কুল। ফাইনালে কুমিল্লা হাই স্কুলের নড়বড়ে ব্যাটিং লাইনআপের বিপক্ষে সহজ জয় নিয়ে শিরোপা ঘরে তুলে ক্যাপ্টেন বাপ্পির দল। কুমিল্লা হাই স্কুলের বিপক্ষে ১১ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেয় চাঁদপুর গনি মডেল হাই স্কুলের অন্যতম সেরা বোলার রুদ্র।
দিনের শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানেই থেমে যায় কুমিল্লা হাই স্কুলের ইনিংস। ব্যাটিংয়ে নেমে যেন অথই সাগরের মাঝে পড়ে কুমিল্লা হাই স্কুলের পুরো দল। শুরুতে ওপেনার লুৎফর রহমান জয়কে সাজঘরে ফেরায় অনিমেষ কর। আরেক ওপেনার সাকিবুল ও টপ-অর্ডার ব্যাটসম্যান ইবনে মাহিম আসিফকে সাজঘরে ফেরায় ইলিয়াস আহমেদ হিমেল। এরপর শুরু হয় রুদ্রের আক্রমণ। টপাটপ উইকেট তুলে টপ-অর্ডারের নাহিদ সহ পুরো মিডল অর্ডারকে ধ্বংস স্তুপে পরিণত করে মাত্র ৮৮ রানে অলআউট করে গনি মডেল হাই স্কুল দল। গনি মডেল হাই স্কুল দলের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেয় রুদ্র। এছাড়া লো-য়ার মিডল অর্ডার ব্যাটসম্যান মেহেদীকেও ফেরায় অনিমেষ কর। লো-য়ার মিডল অর্ডারের আরেক ব্যাটসম্যান ওমর শরিফকে ফেরায় মিয়াদ খান।

কুমিল্লা হাই স্কুলের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে নাহিদের ব্যাটে। এছাড়া ১৭ রান করে আসে ফরহাদ ও সাকিবুলের ব্যাটে। আসিফের ব্যাটে ১১ রান, মেহেদীর ব্যাটে ৫ এবং ওমর শরীফের ব্যাটে আসে মাত্র ২ রান। বাকি ৪ ব্যাটার মিডল অর্ডারের ২ ব্যাটসম্যান ও লো-য়ার মিডল অর্ডারের ২ ব্যাটসম্যান গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন। বিপর্যয়ে তানিম মাহমুদ নাহিদ দলের হাল ধরলেও রুদ্রের বলে থেমে যায় তার প্রচেষ্টা।
 প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গনি মডেল স্কুল মাত্র ৮৯ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে চ্যাম্পিয়ন হওয়া চাঁদপুর গনি মডেল হাই স্কুলের ম্যাচ জয় কিন্তু এতোটাও সহজ হয়নি। অল্প রানের পুঁজিতে দারুণ ফাইট করেছে কুমিল্লা হাই স্কুল দল। এদিন আসিফ, মুস্তাফিজ কিংবা জয়ের মতো একজন বোলার জ্বলে উঠলে ফাইনাল ম্যাচের ফলাফলটা হয়তো অন্য রকম হয়ে যেত।
কুমিল্লা হাই স্কুলের হয়ে প্রথম উইকেট শিকার করে মুস্তাফিজ। ক্যাচ আউটের ফাঁদে ফেলে চাঁদপুর গনি মডেল হাই স্কুল দলের ওপেনারকে সাজ ঘরে ফেরায় এ বোলার। ১৫ রানেই থেমে যায় আবরার রাশিদের ইনিংস। সঙ্গীকে হারানোর পর বেশিক্ষণ টেকেননি আরেক ওপেনার তানজিদ আকন্দও। মাত্র ১০ রান করে মাঠ ছাড়েন তিনি। দুই ওপেনারকে হারিয়ে দল যখন কিছুটা চাপে পরে, তখনই ত্রাতা ভূমিকায় দেখা দেয় হিমেল। তবে মিডল অর্ডারের ২ ব্যাটার সিফাত ও মুশফিকের আউট হওয়ার পর হিমেল আরও শঙ্কিত হয়ে পরে। তবে ফারহানের দায়িত্বশীল ব্যাটিংয়ে বিপদ সকল আশঙ্কা কেটে যায়। বিপর্যের মুহুর্তে এই ২ ব্যাটার বেশ ভালোভাবেই সামাল দেয় গনি মডেল হাই স্কুল দলকে। 
 প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গনি মডেল স্কুল তবে রান আউটের ফাঁদে পরে হিমেল আউট হওয়ার পর গেইম অনেকটা কুমিল্লা হাই স্কুলের পক্ষে আসে। তবে ফারহানের অপরাজিত ২৩ রানের ইনিংস বদলে ফেলে পুরো দৃশ্যপট। ৩ উইকেটে জয় পায় গনি মডেল হাই স্কুল দল। চাঁদপুর গনি মডেল হাই স্কুল দলের হয়ে ফারহান ছাড়া ব্যাট হাতে ২১ রানের ইনিংস খেলেন হিমেল। আবরার রাশিদ করেন ১৫ রান। বল হাতে কুমিল্লা হাই স্কুল দলের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট পায় মুস্তাফিজ। এছাড়া ১টি করে উইকেট পায় জয়, আসিফ ও নাহিদ।
ফলাফল এবারের প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন চাঁদপুর গনি মডেল হাই স্কুল।















সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের রাজাকার বলিনি
অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
চিরচেনা রূপে অর্থনীতির লাইফলাইন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
আহতদের চিকিৎসা ও রোজগারের ব্যবস্থা করবে সরকার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, বক্তব্য বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী
কুমিল্লায় আট মামলায় গ্রেপ্তার দেড় শতাধিক
আবু সাঈদের পরিবারকে আর্থিক সহায়তা দিল বিশ্ববিদ্যালয় প্রশাসন
গ্রেপ্তার বাড়ছে কুমিল্লায়
অফিসে হামলার সময় চেয়ে চেয়ে দেখলেন: স্বরাষ্ট্রমন্ত্রী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft