ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর
জয় মানেই বাড়তি আনন্দ, উদ্দীপনা। সোমবার মিরপুর শের-ই-বাংলায় শেষ ম্যাচে
জয়েও সেই ছাপ পড়লো। সবুজ গালিচায় আকাশী উৎসব। সমর্থকরা ঢোল পিটিয়ে,
নেচে-গেয়ে পতাকা উড়িয়ে গাইলো বিজয়ের গান। আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন
সৈকত গ্রহণ করেন চ্যাম্পিয়ন ট্রফি। ট্রফি তুলে দেন বিসিবি সভাপতি নাজমুল
হাসান পাপন।
লিগ এবার ছিল অনেকটাই একপেশে। রাউন্ড রবিন লিগের পর সুপার
লিগেও আবাহনী দাপট দেখিয়েছে। কোনো ম্যাচ হারেনি তারা। কোনো দল তাদের তেমন
চ্যালেঞ্জও জানাতে পারেনি। তাই তো সুপার লিগের তিন ম্যাচ আগেই নিশ্চিত হয়ে
যায় আবাহনীর ২৩তম শিরোপা।
আজ তাদের চ্যালেঞ্জ ছিল কেবল অপরাজিত
চ্যাম্পিয়ন হওয়া। সেই কাজটাও সেরে ফেলে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে।
লিগে রানার্সআপ হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।