মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
হাবিবার অভিষেক ১৪ বছর বয়সে
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১:১৩ এএম |



 
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত টি–টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে দুই দলের হয়ে অভিষেক হয়েছে দুজনের। বাংলাদেশের হয়ে পেসার হাবিবা ইসলাম ও ভারতের হয়ে আজ প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন লেগ স্পিনার আশা শোভানা। তবে দুজনের অভিষেক হচ্ছে বয়সের দুই মেরুতে থেকে।
অভিষেকের দিন হাবিবার বয়স ১৪ বছর ৩৪০ দিন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে রেকর্ডের তালিকায় তিনি দুইয়ে। তাঁর ওপরে লেগ স্পিনার রাবেয়া খান। ২০১৯ সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন রাবেয়ার বয়স ছিল ১৪ বছর ২৬৮ দিন। এ ম্যাচের দলে আছেন রাবেয়াও।
অন্যদিকে আশার আন্তর্জাতিক অভিষেক হচ্ছে ৩৩ বছর ৫১ দিন বয়সে। ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল সীমা পূজারের। ২০০৮ সালে সিডনিতে ৩২ বছর ৫০ দিন বয়সে অভিষেক হয়েছিল পেসার সীমার।
সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ডটি জার্সির নিয়া গ্রেগের। ২০১৯ সালে ফ্রান্সের বিপক্ষে অভিষেকের দিন তাঁর বয়স ছিল মাত্র ১১ বছর ৪০ দিন। আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে সে রেকর্ড আয়ারল্যান্ডের গ্যাবি লুইসের, ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ বছর ১৬৬ দিনে অভিষেক হয়েছিল পরবর্তী সময়ে আয়ারল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এ লেগ স্পিন অলরাউন্ডারের।
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ডটি চমকে ওঠার মতোই। সে রেকর্ড আবার হয়েছে কিছুদিন আগেই। গত মাসে এস্তোনিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের দিন জিব্রাল্টারের সালি বার্টনের বয়স ছিল ৬৬ বছর ৩৪৯ দিন!
আইসিসির পূর্ণ সদস্যদেশগুলোর মধ্যে পামেলা লেভিন সবচেয়ে বেশি বয়সে অভিষেকের তালিকায় সবার ওপরে। ২০০৯ সালে টন্টনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ বছর ৯১ দিন বয়সে অভিষেক হয়েছিল এ অলরাউন্ডারের।
সিলেটে আজ টসে জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজ হেরে বসা স্বাগতিকেরা আজ দলে এনেছে তিনটি পরিবর্তন। হাবিবা ছাড়াও একাদশে আছেন স্বর্ণা আক্তার ও রুবাইয়া হায়দার। তাঁদের জায়গা করে দিয়েছেন সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন ও ফারিহা ইসলাম।
অন্যদিকে ভারত দলে এসেছে দুটি পরিবর্তন। আশার অভিষেকের দিনে দলে ফিরেছেন তিতাস সাধু। তাঁরা খেলছেন রেনুকা সিং ঠাকুর ও শ্রেয়াঙ্কা পাতিলের জায়গায়।
আগে ব্যাটিংয়ে নামা ভারত ৫.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান তোলার পর মুষলধারে বৃষ্টি নেমেছে। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ আছে। শরীফা খাতুন শেফালি ভার্মাকে ও মারুফা আক্তার দয়ালান হেমলতাকে আউট করেছেন। অভিষিক্ত হাবিবা ১.৫ ওভারে ১৬ রান দিয়ে কোনো উইকেট পাননি। স্মৃতি মান্ধানাকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংস এগিয়ে নিচ্ছিলেন অধিনায়ক হারমানপ্রীত কৌর।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২