মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
৩১ আষাঢ় ১৪৩২
কোহলি-ডু প্লেসির ব্যাটে বেঙ্গালুরুর জয়
প্রকাশ: সোমবার, ৬ মে, ২০২৪, ১২:৫৬ এএম |



প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলাররা তাদের দায়িত্ব পালন করলেন। এরপর বিরাট কোহলি ও ফাস ডু প্লেসিস ব্যাট হাতে রাখলেন দারুণ অবদান। তাতে শনিবার রাতে গুটরাট টাইটান্সের বিপক্ষে ৩৮ বল হাতে রেখে ৪ উইকেটের দারুণ জয় পেয়েছে বেঙ্গালুরু।
এই জয়ে ১১ ম্যাচ থেকে ৮ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে কোহলিরা। অন্যদিকে সমান ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে গুজরাট আছে দশ দলের মধ্যে নবম স্থানে।
১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে গুজরাটের করা ১৪৭ রানের জবাব দিতে নেমে দারুণ সূচনা এনে দেন কোহলি ও ডু প্লেসিস। উদ্বোধনী জুটিতে তারা দুজন ৫.৪ ওভারে তোলেন ৯২ রান। এরপর অবশ্য ছন্দপতন ঘটে তাদের। মাত্র ২৫ রানের ব্যবধানে হারায় ৬ উইকেট।
৯২ রানের সময় ডু প্লেসিস ফেরেন ২৩ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৬৪ রান করে। এরপর ৯৯ রানে উইল জ্যাকস (১), ১০৩ রানে রজত পতিদার (২), ১০৭ রানে গ্লেন ম্যাক্সওয়েল (৪), ১১১ রানে ক্যামেরন গ্রিন (১) ও ১১৭ রানের মাথায় আউট হন কোহলি। তিনি ২৭ বলে ২টি চার ও ৪ ছক্কায় করে যান ৪২ রান।
এরপর দিনেশ কার্তিক ও স্বপ্নীল সিং ১৮ বলে অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটি গড়ে ১৩.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।
বল হাতে গুজরাটের জশ লিটল ৪ ওভারে ৪৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ২টি উইকেট নেন নূর আহমদ।
তার আগে গুজরাটের ইনিংসে ব্যাট হাতে পাঁচজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে শাহরুখ খান ৫ চার ও ১ ছক্কায় ৩৭, রাহুল তেওয়াটিয়া ৫ চার ও ১ ছক্কায় ৩৫ ও ডেভিড মিলার ৩ চার ও ২ ছক্কায় ৩০ রান করেন। এছাড়া রশিদ খান ১৮ ও ১০ রান করেন বিজয় শঙ্কর। তাতে গুজরাট ১৪৭ পর্যন্ত যেতে পারে।
বল হাতে বেঙ্গালুরুর মোহাম্মদ সিরাজ, যশ ঢুল ও বিজয় কুমার ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন ক্যামেরন গ্রিন ও কর্ণ শর্মা। ম্যাচসেরা হন সিরাজ।














সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২