মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১
চান্দিনা বাজারে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসায় প্রতিষ্ঠান ছাই
রনবীর ঘোষ কিংকর
প্রকাশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ১২:৫৯ এএম |

  চান্দিনা বাজারে অগ্নিকাণ্ডে ১১ ব্যবসায় প্রতিষ্ঠান ছাই
কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ৬টি কসমেটিক্স দোকান, ২টি পেঁয়াজ-রসুনের দোকান, ২টি মুদি দোকান এবং ১টি কেচি সান দেওয়ার দোকান পুড়ে ছাই হয়ে যায়। রবিবার (১৪ এপ্রিল) দিনগত রাত পৌনে ১২টায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে ব্যবসায়ীদের প্রায় ৭০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চান্দিনা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এবং সাধারণ মানুষের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ১১টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন- চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব, থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ। সকালে পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন।
চান্দিনা ফায়ার স্টেশনের স্টেশন মাস্টার অনয় কুমার ঘোষ জানান, একটি কসমেটিক্স দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে আমরা ধারনা করছি।
এব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাবের মো. সোয়াইব বলেন- আমরা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করছি। সর্বোচ্চ সহযোগিতা করা হবে।












সর্বশেষ সংবাদ
শিক্ষার্থীদের ক্ষতির দায় কে নেবে?
কুবি শিক্ষক সমিতি ও প্রশাসনের পাল্টাপাল্টি অভিযোগ থানায়
অন্ত:সত্বা স্ত্রীকে জবাই করে হত্যা
স্কুল থেকে ফেরার পথে ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ
মুরাদনগরে তীব্র তাপদাহে ৭ শিক্ষার্থী অসুস্থ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
তীব্র গরমে কুমিল্লায় একই স্কুলের ৭ শিক্ষার্থী অসুস্থ
নিউ ইয়র্কে গুলিতে কুমিল্লার এক ব্যক্তি নিহত
প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা শিক্ষক সমিতির
চেয়ারম্যান পদে বাহাদুরুজ্জামানে মনোনয়ন পত্র প্রত্যাহার
উপাচার্যের পদত্যাগ চায় কুবি শিক্ষক সমিতি
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft