ইউরোপের অধ্যায় শেষ করে গত বছর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বর্তমানে এমএলএসের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। মেসির তিন ছেলেও ইন্টার মায়ামির একাডেমীতে নাম লিখিয়েছে। মায়ামির বয়সভিত্তিক দলে এক ম্যাচে ৫ গোল করেছেন মাতেও মেসি।
অনূর্ধ্ব-৯ দলে খেলেন মাতেও মেসি। অনূর্ধ্ব-৯ দলের এক ম্যাচে পাঁচ গোল করে আলোচনায় এসেছে মাতেও। সেই পাঁচ গোলের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালও হয়েছে।মাতেও'র পাঁচ গোলের একটি ছিল ফ্রি কিক থেকে। তবে মাতেও বাবা লিওনেল মেসি বাঁ পায়ের ফুটবলার হলেও, সে ডান পায়ে খেলে। গোল করে মাতেও উড়ন্ত চুম্বনের উদযাপন সকলের মন জয় করে নিয়েছে।মেসির ছেলেদের ফুটবল মাঠের কীর্তির জন্য ভাইরাল হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১১ বছর বয়সী থিয়াগো মাঠে তার ফুটবল দক্ষতা দেখিয়ে ভাইরাল হয়েছে।