কুমিল্লা
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চলমান কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ
ক্রিকেট লীগের ১০ম ম্যাচে বাংলাদেশ ইউনাইটেডকে হারিয়ে জয় পেয়েছে ই.জেড
ব্রাদার্স।
গতকাল (সোমবার) সকালে শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে পেয়ে
৪৪.১ ওভারে সব উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে বাংলাদেশ ইউনাইটেড।
বাংলাদেশ ইউনাইটেডের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৩১ রান করে রুহিত। ১৯ রান
করে আসে মিম, সামজিত ও ফাহিমের ব্যাটে। অতিরিক্ত ১৭ রান সহ বাংলাদেশ
ইউনাইটেডের দলীয় সংগ্রহ দাড়ায় ১১৮ রান।
ব্যাট শেষে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট পায় ফাহিম। মিম পায় ২ উইকেট এবং ১টি করে উইকেট পায় আসিফ ও শুভ।
বাংলাদেশ ইউনাইটেডের দেয়া ১১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে জয় পায় ই.জেড ব্রাদার্স।
দলের
হয়ে ব্যাট হাতে অপরাজিত সর্বোচ্চ ৫৬ রান করে বক্কর। এছাড়া জিসানের ব্যাটে
৩২, রিফাতের ১০ এবং অতিরিক্ত ১৪ রানে দলীয় সংগ্রহ দাড়ায় ১২০ রান। ফলাফল ২
উইকেটে ই.জেড ব্রাদার্সের জয়।
বল হাতে সর্বোচ্চ ৫ উইকেট নেয় জিসান। বক্কর পায় ২ উইকেট এবং ১টি করে উইকেট পায় রাইয়ান, আরাফাত ও আবদুর।
টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতরের পর।