প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১২:৫৮ এএম আপডেট: ০৬.০৪.২০২৪ ১:০৫ এএম |

লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী, রিদমিক কেয়ারের পরিচালক ও কুমিল্লার নাঙ্গলকোটের বাসিন্দা রুহুল আমিন ভূইয়ার পিতা বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল মমিনের স্মরণে বিশেষ মিলাদ ও ইফতার মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় আল কাসর রেস্টুরেন্টে এ মিলাদ ও ইফতার মাহফিল অুনষ্ঠিত হয়।
বিশেষ এ মিলাদ ও ইফতারে আওয়ামী লীগের যুক্তরাজ্য (ইউকে) শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ এবং সাধারণ সম্পাদক সৈয়দ শাজিদুর রহমান ফারুক, রিদমিক কেয়ারের ডিরেক্টর ও বিশিষ্ট নারী নেত্রী টিউলিপ সুলতানা, লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলের সাবেক মেয়র , বৃহত্তর কুমিল্লা সমিতির ইউকের সভাপতি মুকিত হায়দার, সাধারণ সম্পাদক ফৌরকান চৌধুরী, মোহাম্মদ হারুন রশিদ, ইউকে ফ্রান্স বাংলা এসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ, যুক্তরাজ্য জাসদ এর সভাপতি মুজিবুল হক মনিসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
উপস্থিত সকলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল মমিন ভূইয়ার আত্মার মাগফেরাত কামনা করেন এবং আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন সে জন্য দোয়া করেন।
ইফতার পূর্ব এই মিলাদ শেষে ইফতার ও রাতের খাবার পরিবেশন পরিবেশন করা হয়।