শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
বাংলাদেশ-ভারত লড়াইয়ের সব ম্যাচ সিলেটে
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১২:৪৫ এএম |


আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়ার পর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ খেলার পরিমাণ বেড়েছে অনেক। এবার টি-টোয়েন্টিতেও নতুন এক অভিজ্ঞতা হওয়ার অপেক্ষা। প্রথমবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। নিগার সুলতানার দলের প্রতিপক্ষ সেখানে ভারত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টির লড়াই শেষ হওয়ার আগের দিন ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। পাঁচ ম্যাচ সিরিজের সবকটিই হবে সিলেটে।  
প্রায় এক দশক পর সিলেটের মাঠে দিবা-রাত্রির ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। পাঁচ ম্যাচ সিরিজের তিনটি হবে কৃত্রিম আলোয়।
আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসবে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ।  
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে।
মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়।  
শ্রীলঙ্কায় আগামী জুলাইয়ে এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে এটিই বাংলাদেশের শেষ সিরিজ। মূলত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রস্তুতির লক্ষ্যে ভবিষ্যৎ সফরসূচির বাইরে আয়োজন করা হচ্ছে সিরিজটি।  
গত জুলাইয়ে বাংলাদেশে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে ভারত। টি-টোয়েন্টিতে দুই ম্যাচ হারলেও শেষটি জেতে নিগার সুলতানার দল। পরে তুমুল নাটকীয় ওয়ানডে সিরিজ ড্র হয়। মাঠের ভেতরে-বাইরে নানা বিতর্কের সূত্রে উত্তেজনা ছড়ায় প্রবলভাবে। বছর ঘোরার আগেই সেই দ্বৈরথের নতুন অধ্যায় শুরু হতে চলেছে।
মূলত আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই এই সিরিজটির আয়োজন করা হবে। আগামী অক্টোবরে বাংলাদেশের হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। অংশ নেবে সেখানে ১০টি দল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে অবশ্য একদমই ভালো করতে পারছে না বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টোয়েন্টিতেও প্রথম দুই ম্যাচ হেরেছেন তারা। সিরিজের শেষ ম্যাচ বৃহস্পতিবার।
















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২