শনিবার ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন
সাহাব উদ্দিন অপি।।
প্রকাশ: রোববার, ৩১ মার্চ, ২০২৪, ১:৩০ এএম |

 কুমিল্লায় প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধনসবুজ ঘাসের বুকে রঙিন জার্সি পরে কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮) বনাম ওয়াপদা এথলেটিক ক্লাবের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে কুমিল্লায় শুরু হয়েছে কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ।
গতকাল (শনিবার) সকাল সাড়ে ৯টায় কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন কাজী উমামের সহধর্মিণী, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রুমেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আলম সোহান, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আল-আমিন ভূঁইয়াসহ অন্যান্যরা।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করছে। দলগুলো হল- কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮), ওয়াপদা এ.সি, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফ্রেন্ডস ফেয়ার ক্লাব, কুমিল্লা স্পোর্টস একাডেমি, সি.ডি.এস.এ (অনূর্ধ্ব-১৬), ওয়াপদা ডিভিশন, ইজেড ব্রাদার্স ইউনিয়ন, সোনালী স্পোর্টিং ক্লাব এবং বাংলাদেশ ইউনাইটেড ক্লাব।
কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এবারই প্রথম রঙিন জার্সি পড়ে ক্লাবগুলো এক দল অন্য দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। দুই গ্রুপে বিভক্ত টিমগুলো প্রথম রাউন্ডে মোট ১০ ম্যাচ খেলবে। যার মধ্যে শনিবার প্রথম ম্যাচে ওয়াপদা এথলেটিক ক্লাবকে ১১০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে কুমিল্লা সুপার স্টার (অনূর্ধ্ব-১৮)। আজ থেকে টুর্নামেন্টের বাকি খেলাগুলো শুরু হবে।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২