কুমিল্লায় আজ থেকে শুরু হচ্ছে কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগ। ১০টি দল এতে অংশ নিচ্ছে। উদ্বোধনী দিনে কুমিল্লা সুপারস্টারের মুখোমুখি হবে ওয়াপদা এসি। কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান এ ক্রিকেট লীগের উদ্বোধন করবেন। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা সুপারস্টার অনুর্ধ্ব-১৮ দলের সমন্বয় করছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী ও প্রাক্তন ক্রিকেটার আসিফ আকবর। গতকাল শুক্রবার বিকেলে স্টেডিয়ামে কুমিল্লা সুপারস্টার দলের জার্সি তুলে দেন তিনি এবং স্পন্সর ফরিদ গ্রুপের পরিচালক দেলোয়ার হোসেন মানিক।
প্রাক্তন ক্রিকেটার আসিফ আকবর মনে করেন- এমন লীগ খেলার মধ্য দিয়ে প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে। যারা কুমিল্লার ক্রিকেটের হৃতঐতিহ্য ফিরিয়ে আনবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান রোমেন।
প্রথম বিভাগ ক্রিকেট লীগে যে ১০টি দল অংশ নিচ্ছে সেগুলো হচ্ছে-কুমিল্লা সুপার স্টার (অনুর্ধ্ব-১৮), ওয়াপদা এসি, শেখ রাসেল ক্রীড়া চক্র, ফ্রেন্ডস ফেয়ার, কুমিল্লা স্পোর্টস একাডেমী, সিডিএস এ (অনুর্ধ্ব-১৬), ওয়াপদা ডিভিশন, ইজেড ব্রাদার্স ইউনিয়ন, সোনালী স্পোর্টিং ক্লাব, বাংলাদেশ ইউনাইটেড ক্লাব।