শুক্রবার ৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
ঘাম ঝরানো জয় মোহামেডানের
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১২:৫০ এএম |


প্রিমিয়ার ডিভিশন হকি লিগে ষষ্ঠ জয় তুলে নিয়েছে সাদাকালো জার্সিধারীরা।
চলমান প্রিমিয়ার ডিভিশন হকিতে বড় দলগুলোর ঘাম ছুটিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশ। মোহামেডানেরও চোখে চোখে রেখে লড়াই করল তারা, কিন্তু শেষ পর্যন্ত আটকাতে পারল না সাদাকালো জার্সিধারীদের।
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বুধবার পুলিশের বিপক্ষে ৪-৩ গোলে জিতে মোহামেডান। চলতি আসরে সাত ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়।
প্রতিযোগিতার শিরোপাধারী মেরিনার ইয়াংসকে ৫-৫ গোলে রুখে দিয়েছিল পুলিশ। ঊষা ক্রীড়া চক্রের বিপক্ষে দারুণ লড়াই করে হেরেছিল ৩-২ ব্যবধানে। আবাহনীর বিপক্ষে তারা হার মানে ৪-২ গোলে।
মোহামেডানের বিপক্ষে অবশ্য পুলিশের শুরুটা ছিল একেবারেই বিবর্ণ। প্রথম কোয়ার্টারে তিন গোল হজম করে বসে দলটি। তৃতীয় মিনিটে দ্বীন ইসলাম ইমন পেনাল্টি কর্নার থেকে লক্ষ্যভেদের চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আশরাফুল আলম। এরপর পিসি থেকে স্কোরলাইন ৩-০ করেন ফায়জাল বিন সারি।
দ্বিতীয় কোয়ার্টারে দুই মিনিটের মধ্যে দুই গোলে ম্যাচ জমিয়ে তোলে পুলিশ। অষ্টাদশ মিনিটে গুরজিৎ সিং পেনাল্টি কর্নার থেকে জাল খুঁজে নেওয়ার পর আব্দুল মালেকের ফিল্ড গোলে ঘুরে দাঁড়ায় দলটি।
তৃতীয় কোয়ার্টারের শুরুতে ফায়জাল বিন সারির গোলে ব্যবধান বাড়ায় মোহামেডান। এই ধাপের শেষ দিকে নাহিদ লাবুর ফিল্ড গোলে আবারও ম্যাচে উত্তেজনা ফেরায় পুলিশ। কিন্তু চতুর্থ ও শেষ কোয়ার্টারে দলটি পায়নি সমতাসূচক গোলের দেখা।
দিনের অন্য ম্যাচে আজাদ স্পোর্টিং ক্লাবকে ৬-২ গোলে হারিয়েছে সাধারণ বীমা। জয়ী দলের শাকিল হোসেন করেন জোড়া গোল। একবার করে জালের দেখা পান রাব্বী সালেহীন রকি, জামিল বিন তালিব, হৃদয় হোসেন ও আশু।
আম্পায়ারের একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মঙ্গলবার শেষ না হওয়া অ্যাজাক্স স্পোর্টিং ও বাংলাদেশ এসসির ম্যাচের খেলা বাকি ছিল ১১ মিনিট ৫ সেকেন্ড। ৩-৩ স্কোরলাইন নিয়ে ঝুলে থাকা সেই ম্যাচের বাকি অংশ হয়েছে বুধবার। কেউই পায়নি জয়সূচক গোলের দেখা। শেষ পর্যন্ত ড্র হয়েছে ম্যাচটি।



















সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২