কক্সবাজারে ছুরিকাঘাতে এক কৃষক লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের বদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাজেম মওলা সাহেদ কচ্ছপিয়ার রূপনগর গ্রামের বাসিন্দা। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
স্থানীয়রা জানান, বড় জাংছড়ি এলাকার দেলোয়ার হোসেন ও বদু পাড়া এলাকার ওসমান মাতাল অবস্থায় চল্ন্ত গাড়ি থামিয়ে চালককে বকাবকি করছিল। এমন সময় নাজেম তাদের নিষেধ করে। পরে কিছু বুঝে উঠার আগেই তারা নাজেমকে ছুরিকাঘাত করে। আহত নাজেমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্য ঘোষণা করেন।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের দ্রুত সময়ের মধ্যেই আটক করা হবে।
ওসি আরও বলেন, লাশের ময়নাতদন্ত শেষে কচ্ছপিয়া হাজীপাড়া জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তসলিম ইকবাল চৌধুরী বলেন, ছাত্রলীগ থেকে বেড়ে উঠা নাজেম উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক ছিলেন। এলাকার ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।