স্টাফ
রিপোর্টার: কুমিল্লায় আদালতে হাজিরা দিতে এসে বাদি সাংবাদিক ও গীতিকবি
আক্কাস আল মাহমুদ হৃদয়কে প্রকাশ্যে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে
আসামিদের বিরুদ্ধে।
(১৯ ফেব্রুয়ারি ২০২৪) সোমবার দুপুর অনুমান ১টার দিকে
কুমিল্লা জজকোর্ট চতুর্থ তলায় ২নং আমলী আদালত(বুড়িচং-ব্রাহ্মণপাড়া) ৪০৮ নং
কক্ষের এজলাসে হাজিরা শেষে বের হওয়ার সময় আসামি পক্ষ ১নং সলাউদ্দিন ও ৩নং
মো: রমজান একাধিক আইনজীবীর সামনে বিশৃঙ্খলা করার উদ্দেশ্যে অকর্থভাষায়
গালমন্দ করে হাত-পা কেটে নেওয়া ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এসময় তারা
উভয়ে সবার সামনে বাদিকে মারার জন্য তেড়ে আসলে উপস্থিত আইনজীবীরা থামাতে
চেষ্টা করে। এমন ঘটনায় ভুক্তভোগী বাদি আক্কাস আল মাহমুদ হৃদয়কে মামলা উঠিয়ে
নেয়ার জন্য একাধিক হত্যার হুমকি দিয়ে আসছে ও এখন তিনি নিরাপত্তাহীনতায়
ভুগছেন বলে জানান তিনি।