সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহি। তাদের আয়োজন করেই বিয়ে হয় ২০১৬ সালে। বিয়ের পাঁচ বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপর মাহির জীবনে উদয় হয় ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাকিব সরকার। এই সংসারও টিকছে না মাহির। এটা নিয়ে কথা বললেন তার সাবেক স্বামী অপু।
স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। এটা নিয়ে মিডিয়াপাড়া বেশ উত্তাল এখন। দুভাগে ভাগ হয়ে মন্তব্য করছেন নেটিজেনরা। মাহির সাবেক স্বামী পারভেজ মাহমুদ অপুও জেনেছেন বিষয়টি।
মাহির বিচ্ছেদ নিয়ে অপু বলেন, ‘এখন তো আমার এখানে কিছু করার নেই। তবে আমি দ্রুত আমার বিয়ের শুভ কাজটি সম্পন্ন করতে চাই।’
অপু আরও বলেন, ‘তার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। তার দরকারও নেই। আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। খুব দ্রুতই বিয়ে করব। সিদ্ধান্ত নিয়েছি সিলেটের মেয়ে ছাড়া বিয়ে করব না। সম্পর্কে জড়িয়ে বিয়ের কথা তো প্রশ্নই আসে না। পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করব।’
২০১৬ সালে বিয়ে করে মাহি-অপুর সংসার ভালোই চলছিল। তবে হঠাৎই একদিন মিডিয়ায় ছড়িয়ে পড়ে রাকিবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মাহি। এ খবর ছড়িয়ে পড়ার কিছু দিন পরই অপুর সঙ্গে ৫ বছর সংসারের ইতি টানেন মাহি। ২০২১ সালের ২২ মে বিবাহিত সম্পর্ক ছিন্নের পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।