
কুমিল্লা
 প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগীতায় ৬ উইকেটের বড় জয় পেয়েছে 
কুমিল্লা জিলা স্কুল দল। টসে জয় পেয়ে  প্রথমে ব্যাট করার সিন্ধান্ত নেয়  
পুলিশ লাইন স্কুল দলের অধিনায়ক শফিউর। ২২.৩ ওভার ব্যাট করে সবকটি উইকেটের 
বিনিময়ে ৯০ রান করে পুলিশ লাইন স্কুল।
 দলের পক্ষে  আশিক ও সিয়াম ছাড়া 
আর কেহই দুই অংকের ঘরে রান করতে পারেনি কোন ব্যাটার। আশিক ৫৪ বলে ১৮ রান, 
সিয়াম ২৮ বলে ২৩ রান করে। জিলা স্কুল দলের অধিনায় সাজিদ ৬.৩ ওভারে ১৫ রান 
দিয়ে ৫ উইকেট তুলে নেয়।
 ৯১ রানের টার্গেট নিয়ে ব্যাট করেতে নেমে জিলা 
স্কুল ১৬.২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৩ রানে করে জয়ে বন্দরে পৌছে যায়। ৬ 
উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জিলা স্কুল দল । পুলিশ লাই স্কুল দলের তাহসিন ৩
 ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট, মাহাতাব ও নাইম এতটি করে উইকেট পায়।
                                                                                                        
