শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
হৃদয়ের সেঞ্চুরিতে ঢাকাকে হারাল কুমিল্লা
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৩৭ এএম |

 হৃদয়ের সেঞ্চুরিতে ঢাকাকে হারাল কুমিল্লা
 
দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথমে টস জিতে ব্যাট করতে নামে দুর্দান্ত ঢাকা। আর শুরুটা বেশ ভালোই করেছিল তাসকিন আহমেদের দল। নাঈম শেখ ও সাইফ হাসানের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ঢাকা সংগ্রহ করে ১৭৫।

জবাবে ব্যাট করতে নেমে কুমিল্লার ব্যাটার তাওহীদ হৃদয়ের অপরাজিত ১০৮ রানে ভর করে ১ বল বাকি থাকতে জয় পায় লিটন দাসের দল।

ঢাকার দেওয়া বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাট করতে নেমে অবশ্য কুমিল্লার শুরুটা মোটেও ভালো ছিল না। ব্যক্তিগত ৮ রান করে ঢাকার পেসার শরিফুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে প্রথমেই ফিরে যান লিটন। এরপর রান আউটে কাটা পড়েন ইংলিশ ক্রিকেটার উইল জ্যাকসও। পরে দলীয় ২৩ রানে কুমিল্লা শিবিরে আবারো আঘাত হানেন শরিফুল। এবার ব্যক্তিগত ১ রানে ফিরিয়ে দেন ইমরুল কায়েসকে।
এরপর হৃদয়ের সঙ্গে জুটি গড়ে তোলেন ব্রুক গেস্ট। তবে হৃদয় ছিলেন এদিন শুরু থেকেই মারমুখী। শুরুটা হয়েছিল সাইফ হাসানের এক ওভারে তিন ছয় দিয়ে। ধীর গতিতে খেলতে থাকা ব্রুক অবশ্য ফিরে যান ৩৫ বলে ৩৪ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে রীতিমতো ঢাকার বোলারদের শাসন করতে থাকেন হৃদয়। পরে ৫২ বলে তুলে নেন সেঞ্চুরি।

এরপর রেমন রেফারও টিকতে পারেননি বেশিক্ষণ। শেষ পর্যন্ত জাকির আলি আউট হলেও হৃদয়ের ব্যাটে ম্যাচ জিতে নেয় কুমিল্লা। এর আগে নাঈম শেখের ৬৪ ও সাইফ হাসানের ৫৭ রানের পর শেষ দিকে এলেক্সে রোসের ২২ রানে বড় পুঁজি পায় ঢাকা। তবে টানা পরাজয়ের বৃত্ত থেকে বের হতেই পারছে না তাসকিনের দল।













সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২