প্রকাশ: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৪ পিএম |
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদের উপ-নির্বাচনে এ পর্যন্ত ৬ জন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি মনোনয়ন দাখিলের শেষ তারিখ। কুসিক নির্বাচনে ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২২ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আজ বুধবার বিকেল পর্যন্ত যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তাঁরা হলেন– সাবেক মেয়র বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল সাক্কু, মহানগর আওয়ামী লীগের সহ -সভাপতি জহিরুল ইসলাম সেলিম, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম, বিএনপি থেকে বহিষ্কৃত গত নির্বাচনে অংশ নেওয়া নিজাম উদ্দিন কায়সার। এছাড়াও মামুনুর রশীদ ও মো. মাইনুদ্দিন আহমেদ নামে আরও দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রিটার্নিং কর্মকতা ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনি পরিবেশ সুষ্ঠু ও সুশৃঙ্খল রয়েছে। প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচারণা করতে পারবেন।’