বুধবার ৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২
বাবা হারালেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস
প্রকাশ: শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪, ৭:৩২ পিএম |

বাবা হারালেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাসবাবা হারালেন ছোটপর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে মৃত্যু হয় অভিনেত্রীর বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাসের। খুলনার একটি প্রাইভেট হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন।

অভিনেত্রীর বাবার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি অভিনেতা আহসান হাবিব নাসিম। তিনি বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাসের বাবা মারা গেছেন। তার মৃত্যুতে আমরা সবাই গভীর শোক প্রকাশ করছি। একই সঙ্গে মৌটুসী ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা’।

নিজ বাবার মৃত্যুর কথা ফেসবুকে জানিয়েছেন মৌটুসীও। এক পোস্টে তিনি লিখেছেন, ‘বাবা ছাড়া জীবন কেমন আমি জানি না। উনার তৃতীয় ব্রেন স্ট্রোকের সময় এক মুহূর্ত না ভেবে নিয়ে গেলাম গ্রাম থেকে খুলনায়, কিন্তু ফিরিয়ে আনতে পারলাম না।’

তিনি আরও লেখেন, ‘আমি এখনো ডিনায়ালে আছি। দোতালা থেকে মনে হয় উনি এক তলায় আছেন। এক তলাটা বাবা ছাড়া কেমন আমি জানি না। অনেকের প্রিয় সৌরেন স্যার, গ্রামের বটতুল্য দাদা, জ্যাঠা, মামা.... আমার শুধু বাবা।’
উল্লেখ্য, অভিনেত্রী মৌটুসীর বাবা প্রফেসর ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ছিলেন। সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতিও ছিলেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যায়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।












সর্বশেষ সংবাদ
এক বছরে সাড়ে ৩ শ ধর্ষণের অভিযোগ কুমিল্লায়
সংস্কার কমিশনের রিপোর্ট পেলে ধারনা করা যাবে নির্বাচন কবে হবে: সিইসি
আজ কুমিল্লায় আসছেন সিইসি
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
এক বছরে ৯৬ বেওয়ারিশ লাশ দাফন কুমিল্লায়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা ইকরা মডার্ণ স্কুলের বার্ষিক ফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
জিয়া সাইবার ফোর্স- কুমিল্লা উত্তর জেলা কমিটি অনুমোদন
কুমিল্লায় বিজিবি অভিযানে ৬০ কেজি গাঁজা জব্দ
চান্দিনায় মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
‘সংস্কার কমিশনের সুপারিশের আগে সীমানা পুনর্নির্ধারণ নয়’
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২