শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
এভাবে ক্যাচ ছাড়লে মূল্য তো দিতেই হবে: হেরাথ
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৮:১৭ পিএম |

এভাবে ক্যাচ ছাড়লে মূল্য তো দিতেই হবে: হেরাথতাইজুলের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে কেন উইলিয়ামসন সেঞ্চুরি করেছেন। তাতেই মূলত লিড নেওয়ার পথ তৈরি করেছে নিউজিল্যান্ড। ৫৯ রানে জীবন পেয়ে কিউই এই ব্যাটার সুযোগ কাজে লাগিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান। এছাড়া আরও বেশ কিছু বাজে ফিল্ডিং করেছে বাংলাদেশ। এই সুযোগেই দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২৬৬ রান। নয়তো এদিনই হয়তো বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে দেখা যেতো।

বুধবার দিন শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। ক্যাচ ছাড়ার প্রভাব কতটা পড়েছে, সেটা জানালেন তিনি, ‘অবশ্যই। এভাবে ক্যাচ ছেড়ে দিলে তো মূল্য চুকাতে হবে। যেমন উইলিয়ামসনেরটা। সুযোগ পেয়ে সে ৬০-৭০ রান বেশি করেছে। আমাদের এসব সুযোগ কাজে লাগাতে হবে।’

সিলেটের মাঠে স্পিনারের আধিপত্য থাকাটাই ছিল স্বাভাবিক। নিউজিল্যান্ডের স্পিনাররাও প্রথম ইনিংসে দাপট দেখান। এরপর কিউইদের হারানো আট ব্যাটারের মধ্যে সাতজনকেই ফিরিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। স্বাভাবিকভাবেই স্পিনারদের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে হেরাথের কণ্ঠে, ‘সব মিলে স্পিনাররা ভালোই করেছে। তবে আমরা আরও চাপ সৃষ্টি করতে পারতাম। আমরা ৮ উইকেট শিকার করেছি, সে হিসেবে দিনটা ভালোই। তাইজুল আমাদের লিডিং স্পিনার। অনেক দিন ধরেই সে আমাদের জন্য লড়ছে। সে চাপ সৃষ্টি করে, ভালো করতে মরিয়া হয়ে থাকে। এভাবেই আজ ৪ উইকেট পেয়েছে। উইকেট অনুযায়ী বল করে। আমি তার বোলিং নিয়ে খুশি।’

বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান নেই। তার জায়গায় মূল দায়িত্বটা পালন করতে হতো আরেক বাঁহাতি তাইজুলকেই। সেই কাজটা ম্যাচের দ্বিতীয় দিনে সুনিপুণভাবে করেছেন তিনি। তাই তো তাকে আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন হেরাথ, ‘সাকিব খেলছে না, তবে তাইজুল বড় এক ভূমিকা পালন করছে। সে একইসাথে আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক। সে সবসময় লাইন লেন্থের ওপর নির্ভর করে। সেটাই ধরে রাখতে হবে।’

তাইজুলের পাশাপাশি নাঈম, মিরাজরাও দারুণ বোলিং করেছেন। তাদের প্রশংসা করে বাংলাদেশের স্পিন কোচ বলেছেন, ‘নাঈম কয়েক বছর পর খেলছে। যে খেলোয়াড় দলে ছিল না সে এসে এত ভালো করছে, এটাই গুরুত্বপূর্ণ। সে ভালো চাপ তৈরি করেছিল। ভালো লাইন লেন্থে বল করেছে, আত্মবিশ্বাসীও ছিল। সে বাংলাদেশের ক্রিকেটে ভালো এক সম্ভাবনা।’












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২