বুধবার ৬ ডিসেম্বর ২০২৩
২২ অগ্রহায়ণ ১৪৩০
দুই দিন পর আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৬:৪১ পিএম |

দুই দিন পর আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারতভারতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয়ের পর শিরোপা উদযাপনের খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে দিন দুয়েক পরই মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের।

গতকাল (১৯ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। আর আগামী ২৩ নভেম্বর শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বিশাখাপত্তম, যার মানে বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের। 

অবশ্য দেড় মাসজুড়ে চলা ম্যারাথন এই বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত-এমন আভাস পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স।

আসন্ন সিরিজে নেতৃত্ব সামলাবেন ম্যাথু ওয়েড। এ ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।

ভারতকে স্তব্ধ করে রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া।
এদিকে, খুব শিগগিরই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। জানা গেছে, বিশ্বকাপের ঠিক পরপর হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে। এ ছাড়া রোহিতের অনুপস্থিতিতে সাধারণত অধিনায়কত্ব সামলান হার্দিক পান্ডিয়া। তবে বিশ্বকাপে পাওয়া চোটে আসন্ন সিরিজেও তাকে পাচ্ছে না দল। তাই নেতা হিসেবে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন সূর্য। যেখানে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা না থাকলেও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন সূর্য। ৩৩ বছর বয়সী এই ব্যাটার এর আগে রঞ্জি ট্রফিতে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছেন। তাছড়া ভারত যুব দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি। 


ভারতীয় সংবাদ মাধ্যম 'ইন্ডিয়ান এক্সপ্রেসের' প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় নির্বাচকরা বিশ্বকাপে খেলা অধিকাংশ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছেন। তবে ইশান কিশান, প্রসিদ কৃষ্ণা কিংবা শার্দুল ঠাকুরের মতো ক্রিকেটারদের অস্ট্রেলিয়া সিরিজে দেখা যেতে পারে।












সর্বশেষ সংবাদ
এবার রোমানিয়া থেকে ১৫৫ টাকা লিটার সয়াবিন তেল কিনছে সরকার
রমজানের প্রস্তুতি নিয়ে যা জানালেন বাণিজ্যমন্ত্রী
একই হলফনামায় এমপির স্বর্ণের ভরি ১৮ হাজার, স্ত্রীর ৯৫৫ টাকা
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে আগুন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
দীর্ঘ ৩৪ বছর প্রবাস জীবন শেষে লাশ হয়ে বাড়ি ফিরলেন আবু হানিফ
প্রার্থীতা ফিরে পেতে কুমিল্লার তিন জনের আপিল
কাল থেকে কুমিল্লায় বিকাশ-এর আয়োজনে তিন দিনের পেমেন্ট মেলা
৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে
এয়ার আহমেদ সেলিমের ব্যাংক ঋণ সাড়ে ৮ কোটি টাকা নগদ টাকা আছে ৯৬ লাখ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২ | Developed By: i2soft