শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া?
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১২:৫৬ পিএম |

বিশ্বকাপ জিতে কত টাকা পেল অস্ট্রেলিয়া?দেড় মাসের দীর্ঘ লড়াই শেষে ওয়ানডে বিশ্বকাপের পর্দা নেমেছে গতকাল। জমজমাট ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। দলের হয়ে ষষ্ঠ শিরোপা জয়ের পথে অজিদের হয়ে কাল ১৩৭ রানের এক মহাকব্যিক ইনিংস খেলেছেন ট্রাভিস হেড। এতে করেই স্বাগতিকদের মাটিতে তাদেরকেই হারিয়ে শিরোপা জয়ের পথ মসৃণ হয় প্যাট কামিন্সের দলের।

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতে নেয়ায় অস্ট্রেলিয়ার ঝুলিতে একদিনের ক্রিকেটে শ্রেষ্ঠত্বের শিরোপা সংখ্যা এখন ছয়টি। এর আগে পাঁচটি শিরোপা নিয়েও এ তালিকায় শীর্ষেই ছিল অজিরা, সেই ব্যবধানটাই আরও একটু দীর্ঘ হলো যেন।

এদিকে বিশ্বকাপ জয় করায় বড় অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে বিশ্বকাপের প্রাইজমানি বাবদ নির্ধারিত ছিল ১০ মিলিয়ন ডলার বা ১১০ কোটি টাকা। এর মধ্যে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ছিল ৪০ লাখ ডলার। আর শিরোপা ঘরে তোলায় এই ৪০ লাখ ডলার বা প্রায় ৪৪ কোটি টাকাই পাচ্ছে অস্ট্রেলিয়া।

এছাড়া বিশ্বকাপে রানার্স আপ এবং সেমিফাইনালের বাকি দুই দলের জন্যও আলাদা অঙ্কের অর্থ বরাদ্দ ছিল। স্বাগতিক ভারত ফাইনালে হেরে রানার্স আপ হওয়ায় পাচ্ছে বরাদ্দকৃত ২০ লাখ ডলার বা প্রায় ২২ কোটি টাকা।

বাকি দুই সেমিফাইনালিস্ট নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, এ দুই দলই পাবে ৮ লাখ ডলার বা ৮ কোটি ৭৮ লাখ করে টাকা। বাকি ৬ দলের প্রত্যেকেই ১ লাখ ডলার করে পেয়েছে আইসিসি থেকে। এছাড়াও প্রতি ম্যাচ জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পেয়েছে দলগুলো।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২