প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:৫৬ এএম |
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ১৮ মামলার পলাতক আসামি মো. জহিরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২২ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ তাহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. জহির হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের মুক্তার মিস্ত্রির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদক চুরিসহ ১৮টি মামলা রয়েছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেফতার ও মামলার তথ্য জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন মাদক কারবারি জহিরকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে মাদক চুরিসহ ১৮টি মামলা চলমান আছে। নতুন করে মাদক আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।