কর্মক্ষেত্রে যে ৫ ভুল করবেন না
|
![]() দীর্ঘদিনের পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে পা রাখার পর নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে বেগ পেতে হয় অনেকেরই। পরিবর্তিত জীবনের সঙ্গে খাপ খাওয়াতে গিয়ে অনেক সময় হারিয়ে যায় আত্নবিশ্বাস। যার জেরে কাজে ভুল হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে কর্মক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখা ভীষণ জরুরি। জেনে গুরুত্বপূর্ণ কিছু বিষয়। কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রাখতে চাইলে সঠিক সময়জ্ঞান থাকতে হবে। প্রতিদিন দেরিতে অফিসে আসা এবং অজুহাত দেওয়া আপনার সুনাম ক্ষুণ্ণ করবে। তাই সবসময় চেষ্টা করুন সময় হাতে নিয়ে বের হতে।সহকর্মীদের সঙ্গে ব্যক্তিগত আলাপ করবেন না। অভিজ্ঞরা বলেন, কর্মক্ষেত্রে কেউ খুব কাছের বন্ধু হয় না। তাই কাউকে অন্ধবিশ্বাস করে ফেলার আগে আরও সময় নিয়ে ভাবুন। সহকর্মীদের সঙ্গে আলাপ আলোচনা অনেক কাজ সহজ করে দেয়। তাই কারোর সঙ্গে ব্যক্তিগত রেষারেষিতে যাবেন না। এতে নেতিবাচক প্রভাব পড়বে আপনার কাজের উপরেই।পরনিন্দা বা পরচর্চার অভ্যাস থাকলে সেটা পেশাদারিত্বের অন্তরায় হয়ে দাঁড়াতে বাধ্য। এক সহকর্মীর বদনাম অন্য কারোর কাছে করে নিজেকে ছোট করবেন না।ডেডলাইন মেনে চলার চেষ্টা করুন। কাজ একদম শেষ মুহূর্তে করা পেশাদারিত্বের পরিচয় বহন করে না।
|