
দাউদকান্দিতে
 তাল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে একজনের মৃত্যু 
হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলার শায়েস্তানগর গ্রামে এই ঘটনা ঘটে। 
নিহত ব্যক্তি বারপাড়া ইউনিয়নের তিনচিটা উত্তর পাড়া ভূঁইয়া বাড়ির মৃত রফিকুল
 ইসলাম ভূঁইয়ার ছোট ছেলে আবুল খায়ের ভূঁইয়া (৪৬)।
বারপাড়া ইউনিয়নের ৯ 
নাম্বার ওয়ার্ড মেম্বার মোঃ হেলাল উদ্দিন জানান, নিহত আবুল খায়ের ভূঁইয়া 
প্রায় ২০ বছর যাবত গাছগাছালি পরিষ্কার করে আসছেন। এই কর্ম করেই তার জীবিকা 
নির্বাহ হতো। সকালে শায়েস্তানগর গ্রামে তাল গাছ পরিষ্কার করতে যেয়ে 
বিদ্যুতের তারের সংস্পর্শে তার মৃত্যু হয়। তার মরদেহ ঝুলন্ত অবস্থায় গাছে 
থাকায় বিষয়টি দাউদকান্দি ফায়ার সার্ভিসকে অবগত করলে এসও মোহাম্মদ রাসেল এর 
নেতৃত্বে একটি টিম এসে তার লাশ উদ্ধার করে। দুপুরে জানাজা শেষে তার দাফন 
সম্পন্ন হয়।
                                                                                
