কোয়ার্টার ফাইনালে সহজ প্রতিপক্ষ পেল বাংলাদেশ
|
হাংজু এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্যে এরই মধ্যে চীনে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী ২২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে পদকের মিশন শুরু করবেন নিগার সুলতানা জ্যোতিরা। চীন যাওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের অপেক্ষায় ছিল বাংলাদেশ। অবশেষে প্রতিপক্ষ পেয়ে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। তারা খেলবে হংকংয়ের বিপক্ষে। আজ (বুধবার) হাংজুর পিংফেং ক্যাম্পাস ক্রিকেট মাঠে কোয়ার্টার ফাইনালে ওঠার কোয়ালিফাইং ম্যাচে মঙ্গোলিয়াকে হারিয়েছে হংকং। প্রতিপক্ষকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শেষ আটে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। আগামী ২২ সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্বে হংকং হেরেছিল মালয়েশিয়ার কাছে। অন্যদিকে ১৫ রানে অলআউট হয়ে মঙ্গোলিয়া ১৭২ রানে হেরেছিল ইন্দোনেশিয়ার কাছে। নারী ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল শুরু হবে আগামীকাল (বৃহস্পতিবার) ভারত-মালয়েশিয়ার ম্যাচ দিয়ে। ভারত-মালয়েশিয়া ও বাংলাদেশ-হংকং ম্যাচের দুই বিজয়ী মুখোমুখি হবে সেমিফাইনালে। আগামীকাল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে পকিস্তান খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে, পরের দিন তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনাল খেলবে ২৪ সেপ্টেম্বর।
|