প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৮ পিএম |
হোয়াটমোর আবারও বাংলাদেশে ফিরছেন। তবে এবার জাতীয় দল নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল ফরচুন বরিশালের প্রধান কোচ হিসেবে ফিরছেন তিনি।
আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। হোয়াটমোরের ছবি আপলোড করে ক্যাপশনে তারা লিখেছে, ‘আমরা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, ডেভনেল ফেডেরিক হোয়াটমোর স্যার আসন্ন বিপিএল ২০২৪-এ ফরচুন বরিশালের কোচ হিসেবে থাকবেন। '
'তিনি (হোয়াটমোর) ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাকিস্তান, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নেপাল ও সিঙ্গাপুর দলের প্রধান কোচ ছিলেন। '
হোয়াটমোরের অধীনে ১৯৯৬ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতে শ্রীলঙ্কা। তার সময়ে ২০০৭ বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেয় বাংলাদেশ। এছাড়াও তিনি দুই মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের কোচ ছিলেন। ২০১৮-১৯ মৌসুমে কেরালা প্রথমবার রঞ্জি ট্রফিতে সেমিফাইনাল খেলে হোয়াটমোরের অধীনে।