বুধবার ২৩ অক্টোবর ২০২৪
৭ কার্তিক ১৪৩১
মালদ্বীপের মাঝিয়ার কাছে উড়ে গেলো বসুন্ধরা
প্রকাশ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৯ পিএম |

মালদ্বীপের মাঝিয়ার কাছে উড়ে গেলো বসুন্ধরাএএফসি কাপে আগের ম্যাচগুলোতে মালদ্বীপের ক্লাবের বিপক্ষে জয়ের শতভাগ রেকর্ড ছিল বসুন্ধরা কিংসের। এবার আর সেই রেকর্ড অক্ষুণ্ন থাকেনি। ‘ডি’ গ্রুপের ম্যাচে মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব ৩-১ গোলে বসুন্ধরা কিংসকে উড়িয়ে দিয়েছে।

মালের জাতীয় স্টেডিয়ামে বল দখল কিংবা আক্রমণে এগিয়ে ছিল বসুন্ধরা। কিন্তু দোরিয়েল্তনসহ অন্যরা একের পর এক মিস করে দলের হতাশা বাড়িয়েছেন। বিপরীতে সুযোগ পেয়ে গোল আদায় করে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচ ঘড়ির ১৪ মিনিটে দোরিয়েল্তন গোমেজ বক্সে ঢুকে লক্ষ্যে শট নিলেও তা পোস্টের বাইরে দিয়ে গেছে। অথচ পাশে ফাঁকায় ছিলেন শেখ মোরসালিন। 

পরের মিনিটে বসুন্ধরা পিছিয়ে পড়ে। মাঝিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এগিয়ে যায়। বজিলাভ বালবানোভিচে ডি বক্সের বাইরে থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার আনিসুর রহমান জিকো বলের লাইনে ঝাঁপালেও গতির কাছে হার মানেন।

গোল শোধে কিংস কম চেষ্টা করেনি। ৩৮ মিনিটে রাকিবের ক্রসে বিশ্বনাথ ঘোষের হেড দূরের পোস্ট দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি।

৫৬ মিনিটে রাকিব-সাদ উদ্দিনের হেড গোলকিপার গোললাইন থেকে ফিরিয়ে দিয়ে বসন্ধুরাকে আবারও রুখে দিয়েছেন।

৬৮ মিনিটে ফ্রি-কিক থেকে মাঝিয়া আবারও এগিয়ে গেছে। ফ্রি-কিক থেকে বল ঘুরে আসে বদলি হাসান নাজিমের পায়ে। বক্সের একটু বাইরে থেকে বল পেয়ে দারুণ এক শটে গোলকিপারকে পরাস্ত করেছেন নাজিম।

যোগ করা সময়ে আলি ফাসির বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে তৃতীয় গোল করেন। শেষ মিনিটে কিংস কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। দোরিয়েল্তনের অ্যাসিস্টে মোহাম্মদ ইব্রাহিম হেড থেকে একটি গোল শোধ দিয়েছেন। তাতে লাভ হয়নি যদিও। অস্কার ব্রুজনের দলের এএফসি কাপ শুরু হয়েছে হার দিয়ে। ২ অক্টোবর ওডিশা এফসির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা।












সর্বশেষ সংবাদ
নতুন বইয়ের বর্ণিল নতুন বছর
নৌকায় ভোট নিতে ভাতার কার্ড আটকে রাখার অভিযোগ
শান্তির নোবেলজয়ী থেকে দণ্ডিত আসামি
শ্রমিক ঠকানোর দায়ে নোবেলজয়ী ইউনূসের ৬ মাসের সাজা
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লা অধ্যক্ষ পদে অধ্যাপক ডাঃ রুহিনী কুমার দাস এর দায়িত্ব গ্রহণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত
বরুড়ায় শ্রমিকদল নেতাকে ছুরিকাঘাত
অর্ধেক দামে ফ্রিজ বিক্রি করছেন ফ্রিজ প্রতীকের প্রার্থী
বাড়ির জন্য কেনা জমিতে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া একই পরিবারের ৪ জনের কবর
৫৫ কেজি সোনা চুরি, ফের রিমান্ডে দুই রাজস্ব কর্মকর্তা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২